'শাহ ঘোষণা করছেন, নাড্ডা চুপ করে দেখছেন,' বিজেপিকে বেনজির কটাক্ষ অভিষেকের
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Gujarat Assembly Election 2022: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।
#কলকাতা: গুজরাতের বিধানসভা নির্বাচনে মুখ্য়মন্ত্রী পদে কোনও বদল হবে না। বর্তমান মুখ্য়মন্ত্রী ভূপেন্দ্রভাই প্য়াটেলই মুখ্য়মন্ত্রী হবেন বলে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই প্রসঙ্গ টেনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। ট্য়ুইট করে তিনি নিশানা করেন অমিত শাহকে। ট্য়ুইটে অভিষেক বলেন, অমিত শাহ গুজরাতের মুখ্য়মন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করছেন, কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা চুপ করে আছেন। যাঁদের নিজেদের মধ্য়ে গণতন্ত্র নেই, তাঁরা কোনওমতেই দেশের গণতন্ত্র বিশ্বাস করবেন না।
A puppeteer & his mute puppets, a story of @BJP4India.
Mr. @AmitShah declares the CM candidate for Gujarat, while BJP’s National President @JPNadda WATCHES IN SILENCE. Those with NO DEMOCRATIC PRINCIPLES within, surely CANNOT BE TRUSTED WITH THE NATION’S DEMOCRACY. https://t.co/1IN2Y7MoDC — Abhishek Banerjee (@abhishekaitc) November 15, 2022
advertisement
advertisement
প্রসঙ্গত, গুজরাতের বিধানসভা নির্বাচনের আগে সোমবার নিউজ ১৮ এ বিশেষ সাক্ষাৎকার দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেটওয়ার্ক ১৮ গ্রুপের এমডি এবং গ্রুপ এডিটর ইন চিফ রাহুল জোশীর সঙ্গে সাক্ষাৎকারে বিধানসভা নির্বাচনের জন্য় একাধিক বিষয়ে কথা বলেন শাহ। তিনি জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে গুজরাতে ফের বিজেপিই জিতবে। আর বিজেপি জিতলে মুখ্য়মন্ত্রী হবেন ভূপেন্দ্রভাই প্য়াটেলই। সেই সঙ্গে শাহ দাবি করেন, আমরা এতো বছর জিতেছি কারণ জনগণের আর্শীবাদ আমাদের উপর রয়েছে। আপের প্রভাব সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, গুজরাতের মানুষ কখনই তৃতীয় দলের চিন্তাধারা গ্রহণ করেননি।
advertisement
১৮২ আসনের গুজরাত বিধানসভা আসনের ভোটগ্রহণ শুরু হবে ডিসেম্বর মাসে। ১ এবং ৫ তারিখ মোট দু দফায় হবে নির্বাচন পর্ব। ভোটের ফলপ্রকাশ ৮ তারিখ। বিজেপি এবারও ২৭ বছরের জয়ের রেকর্ড ধরে রাখতে চায়। অন্য়দিকে নিজেদের ইস্তেহারেও একগুচ্ছে ঘোষণা করেছে কংগ্রেস। নভেম্বরের ২২ তারিখ গুজরাতে নির্বাচনী প্রচারে আসছেন রাহুল গান্ধি। পাশাপাশি গুজরাত বিধানসভা নির্বাচনে এবার নজর রয়েছে আপের।
Location :
First Published :
November 15, 2022 4:03 PM IST