'এসএসসিতে ভুয়ো নিয়োগ কত?' সিবিআই-এর কাছে জানতে চাইল হাইকোর্ট
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
Calcutta High Court: হাইকোর্টের নির্দেশে একাধিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই।
#কলকাতা: এসএসসি তে ভুয়ো নিয়োগের মোট সংখ্যা কত? এদিন এক মামলায় তদন্তকারী সংস্থা সিবিআই এর কাছে জানতে চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। পুরো বিষয়টি নিয়ে সিবিআই এর কাছে তথ্য় চেয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। আদালতে সিবিআই জানিয়েছে, মোট ৮,১৬৩টি নিয়োগের ক্ষেত্রে কারচুপি হয়েছে। তখনই আদালত জানতে চায় মোট কতগুলি ভুয়ো নিয়োগ হয়েছে এসএসসিতে।
প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে একাধিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। প্রাথমিক শিক্ষক, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ-সহ একাধিক মামলার তদন্ত করছে সিবিআই। এদিন আদালতে একটি মামলার শুনানির সময়ে সিবিআই ওএমআর শিটে কারচুপির তথ্য় হাইকোর্টে জমা দেয়।গ্রুপ ডি, গ্রুপ সি, নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগে ওএমআর কারচুপির তথ্য হাইকোর্টে দিয়েছে সিবিআই।
advertisement
নিয়োগ দুর্নীতি মামলায় সিটের প্রধানকে তলব করেছে হাইকোর্ট। আগামীকাল হাইকোর্ট সিট এবং সিবিআইকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি কলকাতা হাইকোর্ট সিবিআই এর কাছে জানতে চেয়েছে যে এসএসসিতে ভুয়ো নিয়োগের মোট সংখ্য়া কত।
advertisement
অন্য়দিকে, এদিনই উচ্চ প্রাথমিকে অতিরিক্তি কর্মশিক্ষা শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, কীভাবে তৈরি হয়েছে এই তালিকা। কমিশন জানে তারা স্বচ্ছ নয়।
advertisement
প্রসঙ্গত, আদালতে মামলা করেন সোমা রায় নামে এক মামলাকারী। তাঁর দাবি, কম নম্বর পেয়েও অনেকে চাকরি করছেন। অন্তত ৬০ জন কম নম্বর পেয়েও চাকরি করছেন। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। এই মামলায় পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনও প্রকার সিদ্ধান্ত নিতে নিষেধ করেছে আদালত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 15, 2022 1:29 PM IST