'এসএসসিতে ভুয়ো নিয়োগ কত?' সিবিআই-এর কাছে জানতে চাইল হাইকোর্ট

Last Updated:

Calcutta High Court: হাইকোর্টের নির্দেশে একাধিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই।

#কলকাতা: এসএসসি তে ভুয়ো নিয়োগের মোট সংখ্যা কত? এদিন এক মামলায় তদন্তকারী সংস্থা সিবিআই এর কাছে জানতে চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।  পুরো বিষয়টি নিয়ে সিবিআই এর কাছে তথ্য় চেয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়। আদালতে সিবিআই জানিয়েছে, মোট ৮,১৬৩টি নিয়োগের ক্ষেত্রে কারচুপি হয়েছে। তখনই আদালত জানতে চায় মোট কতগুলি ভুয়ো নিয়োগ হয়েছে এসএসসিতে।
প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে একাধিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। প্রাথমিক শিক্ষক, গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ-সহ একাধিক মামলার তদন্ত করছে সিবিআই। এদিন আদালতে একটি মামলার শুনানির সময়ে সিবিআই ওএমআর শিটে কারচুপির তথ্য় হাইকোর্টে জমা দেয়।গ্রুপ ডি, গ্রুপ সি, নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগে ওএমআর কারচুপির তথ্য হাইকোর্টে দিয়েছে সিবিআই।
advertisement
নিয়োগ দুর্নীতি মামলায় সিটের প্রধানকে তলব করেছে হাইকোর্ট। আগামীকাল হাইকোর্ট সিট এবং সিবিআইকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি কলকাতা হাইকোর্ট সিবিআই এর কাছে জানতে চেয়েছে যে এসএসসিতে ভুয়ো নিয়োগের মোট সংখ্য়া কত।
advertisement
অন্য়দিকে, এদিনই উচ্চ প্রাথমিকে অতিরিক্তি কর্মশিক্ষা শিক্ষক নিয়োগের উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, কীভাবে তৈরি হয়েছে  এই তালিকা। কমিশন জানে তারা স্বচ্ছ নয়।
advertisement
প্রসঙ্গত, আদালতে মামলা করেন সোমা রায় নামে এক মামলাকারী। তাঁর দাবি, কম নম্বর পেয়েও অনেকে চাকরি করছেন। অন্তত ৬০ জন কম নম্বর পেয়েও চাকরি করছেন। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। এই মামলায় পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনও প্রকার সিদ্ধান্ত নিতে নিষেধ করেছে আদালত।
বাংলা খবর/ খবর/কলকাতা/
'এসএসসিতে ভুয়ো নিয়োগ কত?' সিবিআই-এর কাছে জানতে চাইল হাইকোর্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement