TRENDING:

‘আমি ঝাল খেতে পারি না, মাথায় চোটের পর থেকে’, ভারত সেবাশ্রম সংঘে মমতা

Last Updated:

পাশাপাশি, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণার দাবিও করেন মমতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গঙ্গাসাগর: ‘আমি ঝাল খেতে পারি না, মাথায় চোট-এর পর থেকে’, গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম সংঘের বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে সেই পুরনো মাথার চোটের কথা মনে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন সকালে গঙ্গাসাগরের তিনটি হেলিপ্যাডের উদ্বোধন করেন মমতা৷ সেই সঙ্গে আরও কিছু প্রকল্পের উদ্বোধন করেন তিনি৷ তবে ভারত সেবাশ্রম সংঘের অনুষ্ঠানে কিছুটা আবেগ তাড়িত হতে দেখা গেল মমতাকে৷
advertisement

এতদিন রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে গঙ্গাসাগর পরিচালনার করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিতেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়৷ ভারত সেবাশ্রম সংঘে বক্তব্যের শুরুতেই সুব্রত মুখোপাধ্যায়ের কথা মনে করেন তিনি৷ তারপরই ভারত সেবাশ্রম সংঘের সম্পাদকের সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়েই মমতা ব্যক্তিগত প্রসঙ্গ তোলেন৷

আরও পড়ুন: 'যদি ঢিল মারতেই হয়, উপযুক্ত জায়গায় গিয়ে মারুন', কোন দিকে ইঙ্গিত সুকান্তর? শুরু বিতর্ক

advertisement

আরও পড়ুন: দিল্লি কাণ্ডে নয়া মোড়, তরুণীর সঙ্গে ছিলেন এক বান্ধবীও! দুর্ঘটনার পরই উধাও

তিনি বলেন, ‘‘সম্পাদক আমাকে খুব ভালবাসেন৷ ওই যে মুড়িটা দিলেন দেখলেন না, ওটা চানাচুর মেখে, ঝালঝাল মুড়ি৷ একটু লঙ্কা দিয়ে দেন৷ কিন্তু আমি তো এমনিতে ঝাল খেতে পারি না, মাথায় চোটের পর থেকে৷ ঝালটা বাদ দিয়েই আমাকে খেতে হয়৷ সেটা উনি আজও মনে রেখেছেন৷ আজকেও আপনারা দেখলেন, সেই মুড়ি আমাকে ভারত সেবাশ্রম সংঘ থেকে দেওয়া হল, এটা আমি নিয়ে যাব৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভারত সেবাশ্রম সংঘ থেকে এদিন মমতা উল্লেখ করেন, মন্ত্রিসভার কোন কোন সদস্যরা এ বারে গঙ্গাসাগর মেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন৷ পাশাপাশি. তিনি ধন্যবাদ জানান স্থানীয় মানুষদেরও৷ তাঁরা এই সময়জুড়ে যে ভাবে মেলা পরিচালনা করার ক্ষেত্রে সাহায্য করেন, সেটিও উল্লেখ করেন তিনি৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘আমি ঝাল খেতে পারি না, মাথায় চোটের পর থেকে’, ভারত সেবাশ্রম সংঘে মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল