TRENDING:

Mamata Banerjee: 'ভিআইপি-দের গাড়িতে অস্ত্র আমদানি', বিস্ফোরক মন্তব্য মমতার! কাকে নিশানা? তুমুল জল্পনা

Last Updated:

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ''অনেকে অস্ত্র ও নোট ক্যারি করে এ সবের সুযোগ নিয়ে। আমাদের লোকেরা করে না। অন্য চক্রান্তকারীরা করে।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া: নদিয়ার প্রশাসনিক বৈঠক থেকে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন আশঙ্কা প্রকাশ করলেন, ''ডিসেম্বরে ওরা কমিউনাল যুদ্ধ লাগাবে। এছাড়া ওদের কোনো রাস্তা নেই। কর্ণাটকে ইতিমধ্যেই ওরা লাগিয়েছে। এগুলো নজর রাখতে হবে। শান্তির পথ আমাদের পথ। শান্তির পথ ধরে রাখতে হবে।'' তেমনই প্রশাসনিক কর্তাদের সতর্ক করে বললেন, ''ভিআইপি'দের গাড়িতে যেন অস্ত্র আমদানি না হয়। ভিআইপি'দের স্পেশাল প্রটোকশনের নাম করে কালো কালো বসনে, একটু জায়গা দাও মা, গুন্ডামি করে আসি।''
বিস্ফোরক মমতা
বিস্ফোরক মমতা
advertisement

মুখ্যমন্ত্রীর সংযোজন, ''অনেকে অস্ত্র ও নোট ক্যারি করে এ সবের সুযোগ নিয়ে। আমাদের লোকেরা করে না। অন্য চক্রান্তকারীরা করে। ছোট ঘটনায় সঙ্গেসঙ্গে ইন্টারফেয়ার করবে৷ তোমাদের জেলায় কিছু কিছু কমিউনাল সংগঠন আছে৷ ওখানে NIA-ও ঢুকেছে এইসব করার জন্যে।'' বিজেপির নাম না করে মমতা বলেন, ''এটা একটা প্ল্যানিং আছে ওদের৷ এই প্ল্যানিং ভেস্তে দিতে হবে৷ এটা চ্যালেঞ্জ আমাদের৷ নাকা চেকিং বাড়াতে হবে। চক্রান্তকারীরা এসব করে।''

advertisement

আরও পড়ুন: ডিসেম্বরে কী হতে চলেছে বাংলায়? বড় আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রীর! 'প্ল্যানিং' নিয়ে বিস্ফোরক মন্তব্য

প্রসঙ্গত, বুধবারই পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে শুভেন্দু নন্দীগ্রামে অস্ত্র ও কালো টাকা নিয়ে ঢুকছেন। সেই সূত্রে তিনি দাবি করেন, শুভেন্দুর গাড়িতে নাকা চেকিং করা হোক। এরপর দিনই স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখে 'ভিআইপি'দের গাড়িতে অস্ত্র আমদানি'র আশঙ্কায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

advertisement

আরও পড়ুন: বিরাট খবর! এবার চিটফান্ড কাণ্ডে তৃণমূল নেতাকে তলব CBI-এর! তোলপাড় বাংলা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও বড় আশঙ্কাপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নভেম্বর ডিসেম্বর মন্ত্রী আমলাদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন তিনি। মন্ত্রিসভার বৈঠকে মমতা বলেছিলেন, আপনারা নিজেদের এলাকায় থাকুন। জনপ্রতিনিধিদের নিজ-নিজ এলাকায় থাকতে বলুন। বিজেপি নভেম্বর-ডিসেম্বর মাসে রাজ্যে অপ্রীতিকর পরিস্থিতিতে ইন্ধন জোগাতে পারে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, পুলিশকে নাকা চেকিং আরও বাড়াতে হবে। যাতে কোনও ধরনের ছোটখাট ঘটনাও না ঘটে। সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। এবার নদিয়া থেকেও সেই কথারই পুনরাবৃত্তি করলেন মুখ্যমন্ত্রী।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: 'ভিআইপি-দের গাড়িতে অস্ত্র আমদানি', বিস্ফোরক মন্তব্য মমতার! কাকে নিশানা? তুমুল জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল