মুখ্যমন্ত্রীর সংযোজন, ''অনেকে অস্ত্র ও নোট ক্যারি করে এ সবের সুযোগ নিয়ে। আমাদের লোকেরা করে না। অন্য চক্রান্তকারীরা করে। ছোট ঘটনায় সঙ্গেসঙ্গে ইন্টারফেয়ার করবে৷ তোমাদের জেলায় কিছু কিছু কমিউনাল সংগঠন আছে৷ ওখানে NIA-ও ঢুকেছে এইসব করার জন্যে।'' বিজেপির নাম না করে মমতা বলেন, ''এটা একটা প্ল্যানিং আছে ওদের৷ এই প্ল্যানিং ভেস্তে দিতে হবে৷ এটা চ্যালেঞ্জ আমাদের৷ নাকা চেকিং বাড়াতে হবে। চক্রান্তকারীরা এসব করে।''
advertisement
আরও পড়ুন: ডিসেম্বরে কী হতে চলেছে বাংলায়? বড় আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রীর! 'প্ল্যানিং' নিয়ে বিস্ফোরক মন্তব্য
প্রসঙ্গত, বুধবারই পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে শুভেন্দু নন্দীগ্রামে অস্ত্র ও কালো টাকা নিয়ে ঢুকছেন। সেই সূত্রে তিনি দাবি করেন, শুভেন্দুর গাড়িতে নাকা চেকিং করা হোক। এরপর দিনই স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখে 'ভিআইপি'দের গাড়িতে অস্ত্র আমদানি'র আশঙ্কায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
আরও পড়ুন: বিরাট খবর! এবার চিটফান্ড কাণ্ডে তৃণমূল নেতাকে তলব CBI-এর! তোলপাড় বাংলা
সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও বড় আশঙ্কাপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নভেম্বর ডিসেম্বর মন্ত্রী আমলাদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন তিনি। মন্ত্রিসভার বৈঠকে মমতা বলেছিলেন, আপনারা নিজেদের এলাকায় থাকুন। জনপ্রতিনিধিদের নিজ-নিজ এলাকায় থাকতে বলুন। বিজেপি নভেম্বর-ডিসেম্বর মাসে রাজ্যে অপ্রীতিকর পরিস্থিতিতে ইন্ধন জোগাতে পারে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, পুলিশকে নাকা চেকিং আরও বাড়াতে হবে। যাতে কোনও ধরনের ছোটখাট ঘটনাও না ঘটে। সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। এবার নদিয়া থেকেও সেই কথারই পুনরাবৃত্তি করলেন মুখ্যমন্ত্রী।