মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি আজ আসব বলে ১৫ হাজার শীতবস্ত্র কিনে এনেছি। তার মধ্যে ৫ হাজার সোয়েটার, ৫ হাজার কম্বল, ৫ হাজার চাদর, এটা যেন মানুষ ঠিকমতো পান। যদি না পান, আমি নিজেও নজর রাখব।"
এরপরেই মুখ্যমন্ত্রী মঞ্চে থাকা প্রশাসনিক কর্তাদের উদ্দেশ্য বলেন, "এগুলো কোথায়? ১৫ হাজার শীতবস্ত্র কোথায়? কেন বিডিও অফিসে থাকবে? বলুন বিডিওকে নিয়ে আসতে। আমি অপেক্ষা করব এখানে। জিনিস দিলে যদি ঠিকমতো সময়ে না পৌঁছায়, আমার খুব জ্বালা করে।"
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, "পুলিশ একটা অন্যায় করলে দোষটা পরে আমাদের ঘাড়ে। সরকার একটা অন্যায় করলে দোষ হয় আমার। অথচ, আমি কিছুই জানি না। আমি কত কষ্ট করে তিন দিন ধরে এখানে আসব বলে আমি কম্বল, চাদর কিনে এনেছি। কিন্তু এসে দেখছি কিছুই নেই।"
আরও পড়ুন, সাবিত্রী ইস্যুতে বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ, তুমুল হট্টগোল বিধানসভায়
ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি তো বিডিও অফিসে রাখার জন্য পাঠাইনি। তোমার কাছ থেকে এটা আশা করিনি। আমি আর মিটিং করে কী করব। আমি তো ওটাই দিতে এসেছিলাম। তোমরা যদি এইটুকু অনুষ্ঠান ঠিকমতো না করতে পার, তাহলে তো প্রয়োজনই নেই। ডিএম, আইসিরা যদি ঠিকমতো কাজ না করেন, দায়িত্ব পালন না করেন। তাহলে আমি ব্যবস্থা নেব।"
আরও পড়ুন, ভরসা করে ঘর ছেড়েছিলেন, সেই প্রেমিকাকে খুন করে পুঁতে দিলেন প্রেমিক! চাঞ্চল্য খড়্গপুরে
এর পরেই মুখ্যমন্ত্রী বলেন, "১৫ হাজার শীতবস্ত্র বিতরণ করতে একটু সমস্যা হত ঠিকই, কিন্তু কম হলে আমি সেটা পরে দেখতাম। অন্তত আমার এখান থেকে তো কিছু দেওয়া হত। এটা আমি পুজো উপলক্ষ্যে এনেছিলাম। তাই আমি বলব, যতক্ষণ এটা না আসছে, আমিও বসে থাকব।" এর পরে মঞ্চেই বসে থাকেন মুখ্যমন্ত্রী। প্রায় ২০ মিনিট পরে শীতবস্ত্র এসে পৌঁছালে বক্তব্য শুরু করেন মমতা।