ঘটনাচক্রে এ দিনই রাজ্যে এসে অনুপ্রবেশ থেকে শুরু করে দুর্নীতির মতো একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ ২০২৬-এর নির্বাচনে বিজেপি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় আসছেই বলেও দাবি করেন তিনি৷ অমিত শাহের এই দাবির কিছুক্ষণের মধ্যেই তাঁকে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলনেত্রী৷ তখনই ফাটাফাটি খেলা হবে বলে পাল্টা স্লোগান দেন তিনি৷
advertisement
২০২১ সালে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে নন্দীগ্রামে পায়ে গুরুতর চোট পান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সময়ই ভাঙা পায়ে খেলা হবে বলেও জোরদার প্রচার শুরু করে তৃণমূল৷ বাঁধা হয় গান৷ তৃণমূলের এই প্রচার গান গোটা রাজ্যেই জনপ্রিয় হয়েছিল৷ যার সুফল ভোট বাক্সেও পেয়েছিল শাসক দল৷ এবারেও সেই খেলা হবের আগে ফাটাফাটি জুড়ে দিলেন তৃণমূলনেত্রী৷
এ দিন বাঁকুড়ার সভা থেকে অমিত শাহের অভিযোগের জবাব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দুঃশাসন বাবু দূর্যোধন বাবুকে বলেছে দুই তৃতীয়াংশ ভোট পাবো। এখন আর বলতে পারছে না ২০০ পার। বাংলা জিতে গণতান্ত্রিক ভাবে দেশ ছাড়া করব। বাংলা পথ দেখাবে। দিল্লির লাড্ডু অনেক খেয়েছো। এবার যাও। দিল্লি সামলাতে পারে না। বাংলা সামলাবে। বাংলাই বাংলা চালাবে৷’
বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপরে আক্রমণের ঘটনা নিয়েও এ দিন সরব হয়েছেন তৃণমূলনেত্রী৷ তিনি বলেন, ‘ভোট আসলেই বলে সোনার বাংলা করে দেব। আর উড়িষ্যা, অসম, রাজস্থানে বাংলায় কথা বললেই মারবে। তুমি সোনার বাংলা করবে না ধ্বংসের বাংলা করবে? তুমি সোনার বাংলা করবে না। আমরা সৃষ্টি চাই। আমরা জীবন চাই। তোমরা ধ্বংস চাও।’
