পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের নাম সাহিন মন্ডল, বয়স ১৬ বছর। তিনি এবছর মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। পরিবারের সদস্যদের দাবি, কারও সঙ্গে সাহিনের কোনও শত্রুতা ছিল না। মৃত কিশোরের বাবা রমজান মন্ডল জানিয়েছেন, তাঁদের একমাত্র সন্তানকে হারিয়ে পরিবার সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।
advertisement
লাফিয়ে বাড়ছে রূপোর দাম! যদি আজ ১ লাখ টাকা বিনিয়োগ করেন, ডিসেম্বরের মধ্যে কত টাকা ‘লাভ’ হবে জানেন?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে এক ব্যক্তি সরিষার জমিতে দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। সেই চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এই ঘটনার পর গোটা পরিবার এবং গ্রামজুড়ে কান্নার রোল নেমে এসেছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই মৃত্যুর পিছনে কোনও রহস্য রয়েছে কি না, তা-ও পরীক্ষা করে দেখা হবে। প্রয়োজনে মাধ্যমিক পরীক্ষার্থী সাহিনের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও পুলিশ জানিয়েছে।
