লাফিয়ে বাড়ছে রূপোর দাম! যদি আজ ১ লাখ টাকা বিনিয়োগ করেন, ডিসেম্বরের মধ্যে কত টাকা 'লাভ' হবে জানেন?

Last Updated:
Silver Price 2026: ২০২৬ সালে রুপোর দাম ঊর্ধ্বমুখী। আজ যদি কেউ ১ লক্ষ টাকা রুপোয় বিনিয়োগ করেন, তাহলে ডিসেম্বরের মধ্যে সেই বিনিয়োগের মূল্য কতটা বাড়তে পারে—তা নিয়েই আলোচনা করছেন বাজার বিশেষজ্ঞরা। পাশাপাশি থাকছে ঝুঁকির দিকটিও।
1/10
বাজার বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে ১ লক্ষ টাকা বিনিয়োগের কথা ভাবলে রুপো একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে। ২০২৫ সালের শেষ দিক থেকে রুপোর দাম ধারাবাহিকভাবে বেড়েছে এবং ২০২৬ সালেও সেই ঊর্ধ্বগতি বজায় রয়েছে। অনেকেই ভেবেছিলেন নতুন বছরে রুপোর দামে সংশোধন আসবে, কিন্তু বাস্তবে সেই আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে। তুলনায় সোনার বাজার এখনও অস্থির।
বাজার বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে ১ লক্ষ টাকা বিনিয়োগের কথা ভাবলে রুপো একটি আকর্ষণীয় বিকল্প হয়ে উঠতে পারে। ২০২৫ সালের শেষ দিক থেকে রুপোর দাম ধারাবাহিকভাবে বেড়েছে এবং ২০২৬ সালেও সেই ঊর্ধ্বগতি বজায় রয়েছে।
advertisement
2/10
অনেকেই ভেবেছিলেন নতুন বছরে রুপোর দামে সংশোধন আসবে, কিন্তু বাস্তবে সেই আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে। তুলনায় সোনার বাজার এখনও অস্থির। সংখ্যার হিসেবে বিষয়টি বোঝা যাক।
অনেকেই ভেবেছিলেন নতুন বছরে রুপোর দামে সংশোধন আসবে, কিন্তু বাস্তবে সেই আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে। তুলনায় সোনার বাজার এখনও অস্থির। সংখ্যার হিসেবে বিষয়টি বোঝা যাক।
advertisement
3/10
মাত্র ছয় মাস আগে, ২০২৫ সালের জুলাই মাসে রুপোর দাম ছিল প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকা প্রতি কেজি। তখন রুপো বিনিয়োগকারীদের বিশেষ নজর কেড়ে নিতে পারেনি। কিন্তু দাম ১ লক্ষ টাকার গণ্ডি পেরোতেই বাজারে আগ্রহ বাড়ে। অনেকেই বিনিয়োগের সঠিক সময় নিয়ে নজর রাখতে শুরু করেন।
মাত্র ছয় মাস আগে, ২০২৫ সালের জুলাই মাসে রুপোর দাম ছিল প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকা প্রতি কেজি। তখন রুপো বিনিয়োগকারীদের বিশেষ নজর কেড়ে নিতে পারেনি। কিন্তু দাম ১ লক্ষ টাকার গণ্ডি পেরোতেই বাজারে আগ্রহ বাড়ে। অনেকেই বিনিয়োগের সঠিক সময় নিয়ে নজর রাখতে শুরু করেন।
advertisement
4/10
বর্তমানে রুপোর দাম প্রায় ৩ লক্ষ ১০ হাজার টাকা প্রতি কেজি। অর্থাৎ মাত্র ছয় মাসে প্রায় ১৭০ শতাংশ বৃদ্ধি। সেই সময় কেউ যদি ১ লক্ষ টাকা রুপোয় বিনিয়োগ করতেন, তাহলে আজ সেই বিনিয়োগের মূল্য দাঁড়াত প্রায় ২ লক্ষ ৬৯ হাজার ৫৬৫ টাকা। বিশেষজ্ঞদের মতে, এমন রিটার্ন ব্যাঙ্কের আমানতে তো দূরের কথা, সাম্প্রতিক কালে সোনা বা শেয়ার বাজারেও খুব একটা দেখা যায়নি। এই কারণেই রুপো অনেকের কাছে পছন্দের বিনিয়োগ হয়ে উঠছে।
বর্তমানে রুপোর দাম প্রায় ৩ লক্ষ ১০ হাজার টাকা প্রতি কেজি। অর্থাৎ মাত্র ছয় মাসে প্রায় ১৭০ শতাংশ বৃদ্ধি। সেই সময় কেউ যদি ১ লক্ষ টাকা রুপোয় বিনিয়োগ করতেন, তাহলে আজ সেই বিনিয়োগের মূল্য দাঁড়াত প্রায় ২ লক্ষ ৬৯ হাজার ৫৬৫ টাকা। বিশেষজ্ঞদের মতে, এমন রিটার্ন ব্যাঙ্কের আমানতে তো দূরের কথা, সাম্প্রতিক কালে সোনা বা শেয়ার বাজারেও খুব একটা দেখা যায়নি। এই কারণেই রুপো অনেকের কাছে পছন্দের বিনিয়োগ হয়ে উঠছে।
advertisement
5/10
বিশেষজ্ঞদের ধারণা, ২০২৬ সালের জানুয়ারি মাসেই রুপোর দাম শিখরে পৌঁছতে পারে। শুধু এই মাসেই দাম বেড়েছে ২৫ শতাংশের বেশি। এই গতি বজায় থাকলে ১ জানুয়ারি ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে ৩১ জানুয়ারির মধ্যে তা বেড়ে হতে পারে প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা। তুলনায় ব্যাঙ্কে ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটে বছরে গড়ে মাত্র ৬ হাজার টাকার মতো সুদ পাওয়া যায়। তার উপর ব্যাঙ্কের বিভিন্ন চার্জ বাড়ায় অনেক বিনিয়োগকারী বিকল্প হিসেবে রুপোর দিকে ঝুঁকছেন।
বিশেষজ্ঞদের ধারণা, ২০২৬ সালের জানুয়ারি মাসেই রুপোর দাম শিখরে পৌঁছতে পারে। শুধু এই মাসেই দাম বেড়েছে ২৫ শতাংশের বেশি। এই গতি বজায় থাকলে ১ জানুয়ারি ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে ৩১ জানুয়ারির মধ্যে তা বেড়ে হতে পারে প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা। তুলনায় ব্যাঙ্কে ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটে বছরে গড়ে মাত্র ৬ হাজার টাকার মতো সুদ পাওয়া যায়। তার উপর ব্যাঙ্কের বিভিন্ন চার্জ বাড়ায় অনেক বিনিয়োগকারী বিকল্প হিসেবে রুপোর দিকে ঝুঁকছেন।
advertisement
6/10
রুপোর দাম বাড়ার পিছনে আরও কয়েকটি কারণ রয়েছে। সিলভার ETF-এ জোরালো লগ্নি, শিল্পক্ষেত্রে চাহিদা বৃদ্ধি এবং খুচরো বিনিয়োগ—সব মিলিয়েই বাজার চাঙা। বিশ্বজুড়ে সবুজ শক্তির দিকে ঝোঁক বাড়ছে। সৌরশক্তি, বায়ুশক্তি এবং ইলেকট্রিক যান—এই সব ক্ষেত্রেই রুপোর ব্যবহার অপরিহার্য। বিশেষ করে সোলার প্যানেল তৈরিতে বিপুল পরিমাণ রুপোর প্রয়োজন হয়। চাহিদা বাড়লেও সরবরাহ সেই তুলনায় বাড়ছে না, ফলে দামে চাপ ঊর্ধ্বমুখী।
রুপোর দাম বাড়ার পিছনে আরও কয়েকটি কারণ রয়েছে। সিলভার ETF-এ জোরালো লগ্নি, শিল্পক্ষেত্রে চাহিদা বৃদ্ধি এবং খুচরো বিনিয়োগ—সব মিলিয়েই বাজার চাঙা। বিশ্বজুড়ে সবুজ শক্তির দিকে ঝোঁক বাড়ছে। সৌরশক্তি, বায়ুশক্তি এবং ইলেকট্রিক যান—এই সব ক্ষেত্রেই রুপোর ব্যবহার অপরিহার্য। বিশেষ করে সোলার প্যানেল তৈরিতে বিপুল পরিমাণ রুপোর প্রয়োজন হয়। চাহিদা বাড়লেও সরবরাহ সেই তুলনায় বাড়ছে না, ফলে দামে চাপ ঊর্ধ্বমুখী।
advertisement
7/10
তাহলে ডিসেম্বর নাগাদ রুপোর দাম কোথায় পৌঁছতে পারে? বর্তমানে যেখানে দাম প্রায় ৩ লক্ষ ১০ হাজার টাকা প্রতি কেজি, সেখানে বিশেষজ্ঞদের অনুমান ডিসেম্বরের মধ্যে তা বেড়ে ৩ লক্ষ ৮০ হাজার থেকে ৪ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে যেতে পারে—অর্থাৎ প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধি। কেউ কেউ আরও বেশি বৃদ্ধির সম্ভাবনার কথাও বলছেন। যদি গত ছয় মাসের মতো ১৭০ শতাংশ বৃদ্ধি আবার হয়, তাহলে বছরের শেষে রুপোর দাম পৌঁছতে পারে প্রায় ৮ লক্ষ ৩৭ হাজার টাকা প্রতি কেজিতে।
তাহলে ডিসেম্বর নাগাদ রুপোর দাম কোথায় পৌঁছতে পারে? বর্তমানে যেখানে দাম প্রায় ৩ লক্ষ ১০ হাজার টাকা প্রতি কেজি, সেখানে বিশেষজ্ঞদের অনুমান ডিসেম্বরের মধ্যে তা বেড়ে ৩ লক্ষ ৮০ হাজার থেকে ৪ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে যেতে পারে—অর্থাৎ প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধি। কেউ কেউ আরও বেশি বৃদ্ধির সম্ভাবনার কথাও বলছেন। যদি গত ছয় মাসের মতো ১৭০ শতাংশ বৃদ্ধি আবার হয়, তাহলে বছরের শেষে রুপোর দাম পৌঁছতে পারে প্রায় ৮ লক্ষ ৩৭ হাজার টাকা প্রতি কেজিতে।
advertisement
8/10
A neutral, professional financial disclaimer visual featuring a soft-focus background of abstract financial elements such as blurred charts, graphs, and currency symbols. Include a subtle warning or information icon, muted colors like grey, blue, and white, and a clean, minimal design. The image should convey caution, responsibility, and informed decision-making, without showing any specific brand logos, faces, or identifiable individuals. Suitable for a news website disclaimer section.
এই পরিস্থিতিতে আজ ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে কী হতে পারে? যদি দাম ৩৫ শতাংশ বাড়ে, তাহলে ডিসেম্বরের শেষে সেই বিনিয়োগের মূল্য হতে পারে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার ৫০০ টাকা। আর যদি ১৭০ শতাংশ বৃদ্ধির মতো চরম পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেই ১ লক্ষ টাকা বেড়ে প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকায় পৌঁছতে পারে। এই সম্ভাবনাই বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে।
advertisement
9/10
তবে বিশেষজ্ঞরা স্পষ্ট করে দিচ্ছেন, এগুলি সবই অনুমান। বাজার পরিস্থিতি বদলাতে পারে, লোকসানের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তাও মাথায় রাখতে হবে।
তবে বিশেষজ্ঞরা স্পষ্ট করে দিচ্ছেন, এগুলি সবই অনুমান। বাজার পরিস্থিতি বদলাতে পারে, লোকসানের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তাও মাথায় রাখতে হবে।
advertisement
10/10
ডিসক্লেমার: এই প্রতিবেদনে উল্লিখিত মতামত ও বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিজস্ব। News18.com বা তার কর্তৃপক্ষ এর দায় নেবে না। বিনিয়োগের আগে অনুমোদিত আর্থিক পরামর্শকের সঙ্গে পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
ডিসক্লেমার: এই প্রতিবেদনে উল্লিখিত মতামত ও বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিজস্ব। News18.com বা তার কর্তৃপক্ষ এর দায় নেবে না। বিনিয়োগের আগে অনুমোদিত আর্থিক পরামর্শকের সঙ্গে পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
advertisement