লাফিয়ে বাড়ছে রূপোর দাম! যদি আজ ১ লাখ টাকা বিনিয়োগ করেন, ডিসেম্বরের মধ্যে কত টাকা 'লাভ' হবে জানেন?
- Published by:Tias Banerjee
Last Updated:
Silver Price 2026: ২০২৬ সালে রুপোর দাম ঊর্ধ্বমুখী। আজ যদি কেউ ১ লক্ষ টাকা রুপোয় বিনিয়োগ করেন, তাহলে ডিসেম্বরের মধ্যে সেই বিনিয়োগের মূল্য কতটা বাড়তে পারে—তা নিয়েই আলোচনা করছেন বাজার বিশেষজ্ঞরা। পাশাপাশি থাকছে ঝুঁকির দিকটিও।
advertisement
advertisement
advertisement
বর্তমানে রুপোর দাম প্রায় ৩ লক্ষ ১০ হাজার টাকা প্রতি কেজি। অর্থাৎ মাত্র ছয় মাসে প্রায় ১৭০ শতাংশ বৃদ্ধি। সেই সময় কেউ যদি ১ লক্ষ টাকা রুপোয় বিনিয়োগ করতেন, তাহলে আজ সেই বিনিয়োগের মূল্য দাঁড়াত প্রায় ২ লক্ষ ৬৯ হাজার ৫৬৫ টাকা। বিশেষজ্ঞদের মতে, এমন রিটার্ন ব্যাঙ্কের আমানতে তো দূরের কথা, সাম্প্রতিক কালে সোনা বা শেয়ার বাজারেও খুব একটা দেখা যায়নি। এই কারণেই রুপো অনেকের কাছে পছন্দের বিনিয়োগ হয়ে উঠছে।
advertisement
বিশেষজ্ঞদের ধারণা, ২০২৬ সালের জানুয়ারি মাসেই রুপোর দাম শিখরে পৌঁছতে পারে। শুধু এই মাসেই দাম বেড়েছে ২৫ শতাংশের বেশি। এই গতি বজায় থাকলে ১ জানুয়ারি ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে ৩১ জানুয়ারির মধ্যে তা বেড়ে হতে পারে প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা। তুলনায় ব্যাঙ্কে ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিটে বছরে গড়ে মাত্র ৬ হাজার টাকার মতো সুদ পাওয়া যায়। তার উপর ব্যাঙ্কের বিভিন্ন চার্জ বাড়ায় অনেক বিনিয়োগকারী বিকল্প হিসেবে রুপোর দিকে ঝুঁকছেন।
advertisement
রুপোর দাম বাড়ার পিছনে আরও কয়েকটি কারণ রয়েছে। সিলভার ETF-এ জোরালো লগ্নি, শিল্পক্ষেত্রে চাহিদা বৃদ্ধি এবং খুচরো বিনিয়োগ—সব মিলিয়েই বাজার চাঙা। বিশ্বজুড়ে সবুজ শক্তির দিকে ঝোঁক বাড়ছে। সৌরশক্তি, বায়ুশক্তি এবং ইলেকট্রিক যান—এই সব ক্ষেত্রেই রুপোর ব্যবহার অপরিহার্য। বিশেষ করে সোলার প্যানেল তৈরিতে বিপুল পরিমাণ রুপোর প্রয়োজন হয়। চাহিদা বাড়লেও সরবরাহ সেই তুলনায় বাড়ছে না, ফলে দামে চাপ ঊর্ধ্বমুখী।
advertisement
তাহলে ডিসেম্বর নাগাদ রুপোর দাম কোথায় পৌঁছতে পারে? বর্তমানে যেখানে দাম প্রায় ৩ লক্ষ ১০ হাজার টাকা প্রতি কেজি, সেখানে বিশেষজ্ঞদের অনুমান ডিসেম্বরের মধ্যে তা বেড়ে ৩ লক্ষ ৮০ হাজার থেকে ৪ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে যেতে পারে—অর্থাৎ প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধি। কেউ কেউ আরও বেশি বৃদ্ধির সম্ভাবনার কথাও বলছেন। যদি গত ছয় মাসের মতো ১৭০ শতাংশ বৃদ্ধি আবার হয়, তাহলে বছরের শেষে রুপোর দাম পৌঁছতে পারে প্রায় ৮ লক্ষ ৩৭ হাজার টাকা প্রতি কেজিতে।
advertisement
এই পরিস্থিতিতে আজ ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে কী হতে পারে? যদি দাম ৩৫ শতাংশ বাড়ে, তাহলে ডিসেম্বরের শেষে সেই বিনিয়োগের মূল্য হতে পারে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার ৫০০ টাকা। আর যদি ১৭০ শতাংশ বৃদ্ধির মতো চরম পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেই ১ লক্ষ টাকা বেড়ে প্রায় ২ লক্ষ ৭০ হাজার টাকায় পৌঁছতে পারে। এই সম্ভাবনাই বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে।
advertisement
advertisement






