প্রশাসনিক বৈঠকে মালদহ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাইঘাট এক্সপ্রেসে রওনা দেন তিনি। বোলপুর-শান্তিনিকেতন স্টেশনে ট্রেন থামতেই দলীয় নেতা-মন্ত্রীদের সঙ্গে কথা বলেন তিনি।
আরও পড়ুন: এসএসসি দুর্নীতি মামলায় প্রথম গোপন জবানবন্দি করাল সিবিআই! কে দিল? তুঙ্গে জল্পনা
সেখানে ছিলেন, রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সাংসদ অসিত মাল, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী সহ কোর কমিটির সদস্যরা।
advertisement
আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! বাংলার কোন জেলায় কী হতে চলেছে, আগাম জেনে নিন
ছিলেন বীরভূমের জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকেরা। প্রায় ৫ মিনিট ট্রেন দাঁড়ায় স্টেশনে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে প্রচুর কর্মী-সমর্থকদের ভিড় জমান বোলপুরে স্টেশনে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, “সাংগঠনিক কথা বললেন মুখ্যমন্ত্রী৷ আর অমর্ত্য সেনের হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামার নির্দেশও দিলেন।”