বিজেপিকে চরম হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ''২০২৪ সালে বিজেপি ক্ষমতায় আসবে না। বিহারে, ঝাড়খন্ডে সরকার ছিল আগে। কেরালা, কর্ণাটকে হারবে। উত্তর পূর্ব হারবে৷ গুজরাত, ইউপিতে সব আসন পাবে না। বিজেপি এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছে৷ রাজনৈতিক ভাবে লড়ো, আমি তৈরি। গায়ের জোরে নয়, মানুষকে ভালোবেসে জয় করতে হবে।''
আরও পড়ুন: ফের ফিরছেন মূলস্রোতে, মমতার মঞ্চে উপস্থিত থেকে বড় বার্তা মুকুল রায়ের
advertisement
নিজের দলের ভুলভ্রান্তির প্রসঙ্গও তুলে তৃণমূল নেত্রী বলেন, ''একটা দুটো লোক ভুল করে। যারা ভুল ত্রুটি করবে তারা সংশোধন করবে। মাথা উঁচু করে চলবেন। কোনও লোভ যেন গ্রাস না করে। সোনা-মুক্তোর মালা আমরা খাব না। যতটুকু প্রয়োজন ততটুকু। অর্থের মূল্য অনর্থ। লোভ করে অর্থ করলে বদনাম হচ্ছে। সবচেয়ে বেশি বিজেপি করে। ভোট আসলে আবার বন্ড করছ। আর এজেন্সি দিয়ে বাকিদের ভয় দেখাচ্ছো।''
আরও পড়ুন: চরম বিপদে অনুব্রত মণ্ডল, এক পদক্ষেপেই খেলা ঘুরিয়ে দিতে পারে ইডি!
নরেন্দ্র মোদি সরকারের কোনও সিদ্ধান্তই যে জনগণের কারণে নয়, তাও কটাক্ষের সুরে তুলে ধরেন তৃণমূল নেত্রী। বলেন, ''নোটবন্দি কাজে লাগেনি৷ জনগণের জন্য টাকা তুমি দাও না। নিজেদের জন্য ভাবো। মানুষের জন্য ভাবো না। ভোট চলে গেলে চেনে না। আমাকে লড়াই করতে হচ্ছে দানবিক সরকারের সঙ্গে৷ আপনারা বুঝবেন এটা। বাংলাই পথ দেখাবে দেশকে৷ বাংলার ছেলে মেয়েদের আরও বেশি করে কাজে যোগ দিতে হবে৷ কেউ গর্ব করব না, আমি ছোট, আমি বড় বলে৷ নিউ জেনারেশনের কাছে বিজেপি সোশ্যাল নেটওয়ার্ক মারফত টাকা দিচ্ছে। ফেক ভিডিও দিচ্ছে।''