মমতার দাবি, 'সবই যদি থাকে। সম্পত্তি আছে সেটা অধিকার। লক্ষ্মীর ভান্ডার অধিকার। স্বাস্থ্যসাথী অধিকার। আসলে মিথ্যা কথা। বাংলায় অনুপ্রবেশ করাতে চেয়ে, আপনাদের অধিকার ছোট করবে। মতুয়া, রাজবংশী, উদ্বাস্তুরা সব আমরা নাগরিক। আপনারা নাগরিক না হলে আমিও নই। আপনার ভোটে জিতেই মোদি পিএম হয়েছেন৷ আমাকেও যাঁরা জিতিয়েছেন, তাঁদের ভোটাধিকার না হলে জিতলেন কী করে?'
advertisement
আরও পড়ুন: আলুর চাষ শুরু হতেই সারের কালোবাজারির রমরমা, মারাত্মক অভিযোগে কৃষকদের
এদিনের সবায় মতুয়াদের কথা আলাদা করে উল্লেখ করেন মমতা। তাঁর বক্তব্য, 'মতুয়াদের বলছি আপনাদের নাগরিকত্ব কাড়তে দেব না। জীবন দিয়ে দেব। আপনারা নাগরিক আছেন। একটা জায়গা থেকেও উচ্ছেদ করতে দেব না। ঘর বাড়ি ভাঙতে দেব না। এটা আমাদের প্রতিশ্রুতি।'
আরও পড়ুন: প্রেমে শুরু, আত্মহত্যায় শেষ! জামালপুরে যুবকের পরিণতিতে প্রেমিকার কী ভয়ঙ্কর রূপ
মুখ্যমন্ত্রীর হুঙ্কার, 'রানাঘাটে কী করেছে? ভোট আসলেই মতুয়া না হলে ফতুয়া। এইমসের জমি আমরা দিয়েছি৷ কলেজ, বিশ্ববিদ্যালয়, মসলিন তীর্থ আমরা করেছি। ভোট মিটলেই ধর্মে ধর্মে লড়াই৷ সব কিছু আমরা দিয়েছি। বিজেপি তুমি বড় বড় কথা বলছ? আর তার শাগরেদ সিপিএম, কংগ্রেস। কানাঘুষো করে সারাদিন৷ রাম-বাম-শ্যাম একসঙ্গে চলে। এই সত্য প্রকাশ করে দিন।' মমতার আরও দাবি, 'মতুয়াদের বলব, বড়মাকে আমি দেখেছি। তখন কারও পাত্তা ছিল না। ওখানের কাজ আমি সব করে দিয়েছি। আমি সব ধর্মকে ভালবাসি৷'