আলুর চাষ শুরু হতেই সারের কালোবাজারির রমরমা, মারাত্মক অভিযোগে কৃষকদের

Last Updated:

শীত পড়তেই আলু চাষ শুরু হয়ে গিয়েছে পূর্ব বর্ধমান জেলায়। এখন জলদি জাতের পোখরাজ আলুর চাষ শুরু হয়েছে।

আলুর চাষ শুরু হতেই সারের কালোবাজারির অভিযোগ (প্রতীকী ছবি)
আলুর চাষ শুরু হতেই সারের কালোবাজারির অভিযোগ (প্রতীকী ছবি)
#বর্ধমান: সারের কালোবাজারি দেখে মাথায় হাত রাজ্যের শস্য ভান্ডার পূর্ব বর্ধমান জেলার কৃষকদের। তারা বলছেন চাহিদার কথা মাথায় রেখে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম অফার তৈরি করছে তারা নির্ধারিত মূল্যের অনেক বেশি দামে সার কিনতে কৃষকদের বাধ্য করছে। অনুখাদ্য না কিনলে সার বিক্রি করা হচ্ছে না জেলা প্রশাসন জানিয়েছে সারের কালোবাজারি করা যাবে না এ ব্যাপারে বাড়তি নজরদারি চালানো হচ্ছে।
শীত পড়তেই আলু চাষ শুরু হয়ে গিয়েছে পূর্ব বর্ধমান জেলায়। এখন জলদি জাতের পোখরাজ আলুর চাষ শুরু হয়েছে। এরপর জ্যোতি ও চন্দ্রমুখী আলুর চাষও শুরু হয়ে যাবে। এই সময় বাজারে সারের চাহিদা ব্যাপক। অভিযোগ, এক শ্রেণির ব্যবসায়ী এই সুযোগে সারের কালোবাজারি শুরু করেছে। বেশি দাম দিয়ে সার কিনতে হচ্ছে। আবার ১০:২৬:২৬ (এনপিকে) সার অমিল। বদলে বেশি দামে অন্য সার কিনতে হচ্ছে।
advertisement
আরও পড়ুন: ধান পাকার মুখে শোষক পোকার আক্রমণ, মাথায় হাত রাজ্যের শস্য ভান্ডারের কৃষকদের 
জেলার উপ কৃষি অধিকর্তা আশিস বারুই  বলেন,সারের দাম বেশি নেওয়ার বিষয়টি যথাযথ নয়। এছাড়া বাজারে মূল সারের কোনও ঘাটতিও নেই। ওই বিশেষ সারের বিকল্প হিসেবে কী সার ব্যবহার করতে হবে সেই বিষয়ে চাষিদের সচেতন করা হচ্ছে।আলু চাষ হয় এমন ব্লক গুলিতে সচেতনতার প্রচারে নেমেছে কৃষি দফতর। ভেজাল বা নকল সারের বিক্রি রুখতে নজরদারি চালানো হচ্ছে। এই কারবারে সম্প্রতি কয়েক জন গ্রেফতারও হয়েছে জেলায়।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রেমে শুরু, আত্মহত্যায় শেষ! জামালপুরে যুবকের পরিণতিতে প্রেমিকার কী ভয়ঙ্কর রূপ
কৃষকরা বলছেন,জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সব কিছুরই দাম বেড়েছে। জমি চষার জন্য ট্রাক্টর এর ভাড়া অনেক বেড়ে গিয়েছে। অনেকটাই বেশি বীজ আলুর দাম। তার ওপর সারের কালোবাজারি জেরে খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। চাষ বজায় রাখতে অনেকেই বেশি দাম দিয়ে সার কিনতে বাধ্য হচ্ছেন। প্রশাসনের উচিত এ ব্যাপারে বিশেষভাবে নজরদারি শুরু করা। জেলা প্রশাসন জানিয়েছে, কৃষি দফতরের মাধ্যমে জেলায় স্যারের কোন ঘাটতি নেই সে কথা কৃষকদের জানানো হচ্ছে। খুব তাড়াতাড়ি আরও সার জেলায় আসতে চলেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আলুর চাষ শুরু হতেই সারের কালোবাজারির রমরমা, মারাত্মক অভিযোগে কৃষকদের
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement