যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন। এছাড়াও পূর্ত, স্বাস্থ্য, জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। পাশাপাশি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ১০০ শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লকের শিলান্যাস করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন: কী কাণ্ড স্কুলে! মিড ডে মিলে নেই ভাত, ডাল কিছুই! দেওয়া হল শুধু ডিম
advertisement
এরই পাশাপাশি সরকারি পরিষেবাও এদিনের অনুষ্ঠান থেকে উপভোক্তাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, খাদ্য সাথী, সবুজ সাথী, বিধবা ভাতা, চোখের আলো, জাতিগত শংসাপত্র, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আদিবাসীদের ধামসা ও মাদল, জমির পাট্টা, সংখ্যালঘুদের ঋণ, কিষাণ ক্রেডিট কার্ড-সহ একাধিক প্রকল্পের সুবিধা এদিন তুলে দেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি পুরুলিয়া জেলাতেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: কবর থেকে আচমকা উধাও কঙ্কালের মাথা! রাজগঞ্জে তুমুল শোরগোল
এদিন মেদিনীপুরের কলেজ মাঠ থেকে মনে করা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পুরুলিয়া জেলাতে প্রায় ৮০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। পশ্চিম মেদিনীপুরের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান যোগ দেওয়ার পর পরই হেলিকপ্টারে করে পুরুলিয়া পৌঁছবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার অনুষ্ঠান করার পরেই বাঁকুড়া পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রীর। শুক্রবার বাঁকুড়া জেলার সরকারি পরিষেবা অনুষ্ঠান করে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।