TRENDING:

৮৪৫ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন, ৪০টিরও বেশি প্রকল্পের শিলান্যাস, নজরে আজকের পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক

Last Updated:

প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘার মেরিন ড্রাইভ রাস্তার উদ্বোধন করবেন। উদ্বোধন করার কথা দিঘার বিউটিফিকেশনের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, পূর্ব মেদিনীপুর: তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবারের জন্য পূর্ব মেদিনীপুর জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে প্রশাসনিক বৈঠকের প্রস্তুতিও তুঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায়। সূত্রের খবর, বুধবারের এই প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৮৪৫ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন পূর্ব মেদিনীপুর জেলার জন্য। যার মধ্যে দিঘার মেরিন ড্রাইভ উদ্বোধনের পাশাপাশি দিঘার বিটিফিকেশনেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
৮৪৫ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন, ৪০টিরও বেশি প্রকল্পের শিলান্যাস, নজরে আজকের পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক (File Photo)
৮৪৫ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন, ৪০টিরও বেশি প্রকল্পের শিলান্যাস, নজরে আজকের পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক (File Photo)
advertisement

পাশাপাশি তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ, ময়না ব্রিজ-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে শুধু প্রকল্পের উদ্বোধন নয়, বৈঠক থেকে ৪০ টিরও বেশি প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন পূর্ব মেদিনীপুর জেলায়। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় মেরিন ড্রাইভ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। মূলত এতে দিঘায় পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলেই জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী।

advertisement

আরও পড়ুন- ‘সপ্তপদী রিভিজিটেড...’, রিনা ব্রাউনের কথা মনে করালেন শুভেন্দু...এমনটা কেন বললেন কুণাল?

ইতিমধ্যেই এই মেরিন ড্রাইভকে কেন্দ্র করে পর্যটকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। তারই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বুধবারের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পরবর্তী পরিস্থিতিতে দিঘায় একাধিক ক্ষয়ক্ষতি হয়েছিল। দিঘা ভেরিফিকেশনের ওপরেও তার প্রভাব পড়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসককে নতুন করে ফের সৌন্দর্যায়নের ওপর গুরুত্ব দিতে বলেন। বুধবারে প্রশাসনিক বৈঠক থেকে নবরূপে দিঘার সৌন্দর্যায়ন প্রকল্পেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

advertisement

একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে যাতে এখানেও জগন্নাথ মন্দির করা যায় তার জন্য বারবার প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। মনে করা হচ্ছে বুধবারে প্রশাসনিক বৈঠক থেকে জগন্নাথ মন্দিরের কাজ কতদূর এগুলো তা নিয়ে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তার ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী।পঞ্চায়েত নির্বাচনের দিকে লক্ষ্য রেখে পূর্ব মেদিনীপুরের এই প্রশাসনিক বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন-নকল ঘি, নকল সিমেন্টের পর এবার মিলল নকল মোবিল, বর্ধমানে সাফল্য দুর্নীতি দমন শাখার

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পে কেন্দ্রীয় সরকার বর্তমানে টাকা বন্ধ করে রেখেছে। ইতিমধ্যেই বিধায়কদের তহবিল থেকে যাতে আবাস যোজনা গ্রামীণ সড়ক যোজনার মত প্রকল্পগুলিতে টাকা খরচা করা যায় তার জন্য ইতিমধ্যে পরিকল্পনা করা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের। মনে করা হচ্ছে বুধবারে বৈঠক থেকে সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বুধবারে প্রশাসনিক বৈঠকে পর্যটন স্বাস্থ্য শিক্ষা-সহ কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব পেতে চলেছে প্রশাসনিক বৈঠকে বলেই মত প্রশাসনিক মহলের একাংশের।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৮৪৫ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন, ৪০টিরও বেশি প্রকল্পের শিলান্যাস, নজরে আজকের পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল