নকল ঘি, নকল সিমেন্টের পর এবার মিলল নকল মোবিল, বর্ধমানে সাফল্য দুর্নীতি দমন শাখার

Last Updated:

কিছু দিন আগেই বর্ধমান শহরেই জাল নোট তৈরির ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার সেই বর্ধমান শহরেই উদ্ধার হল প্রচুর পরিমাণ নকল মোবিল।

নকল ঘি, নকল সিমেন্টের পর এবার মিলল নকল মোবিল, বর্ধমানে সাফল্য দুর্নীতি দমন শাখার
নকল ঘি, নকল সিমেন্টের পর এবার মিলল নকল মোবিল, বর্ধমানে সাফল্য দুর্নীতি দমন শাখার
শরদিন্দু ঘোষ, বর্ধমান: নকল ঘি থেকে শুরু করে নকল সিমেন্ট। বার বার নকল সামগ্রী তৈরির ঘটনায় নাম উঠে এসেছে বর্ধমানের। কিছু দিন আগেই বর্ধমান শহরেই জাল নোট তৈরির ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার সেই বর্ধমান শহরেই উদ্ধার হল প্রচুর পরিমাণ নকল মোবিল।
বর্ধমান শহরের নতুন গঞ্জের পাশিখানা এলাকায় একটি গোডাউনে হানা দিয়ে নামি কোম্পানির প্রচুর পরিমাণ নকল মোবিল বাজেয়াপ্ত করা হয়েছে। ওই গোডাউনে নামি কোম্পানির প্রচুর পরিমাণ নকল মোবিল রাখা ছিল। জেলা দুর্নীতি দমন শাখা এই অভিযান চালায়। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মহম্মদ জামিল আহমেদ। ধৃত ওই ব্যক্তি শহরের পীর বাহারাম ডাঙাপাড়া এলাকার বাসিন্দা। ধৃতকে সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়। তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর হয়েছে। ১৯ সেপ্টেম্বর ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম চন্দা হাসমত।
advertisement
advertisement
দুর্নীতি দমন শাখা সূত্রে জানা গিয়েছে, ওই গোডাউন থেকে থেকে ১১০ লিটার নকল মোবিল, ১৪৫টি জার, ৩৭৫টি কন্টেনার, তেল মাপার পাত্র উদ্ধার হয়েছে। গোডাউনে থাকা মোবিল মজুতের বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেননি ওই ব্যক্তি। অভিযানে অংশ নেওয়া আধিকারিকরা জানিয়েছেন, পাশিখানার একটি গোডাউনে দীর্ঘদিন ধরে একটি নামি সংস্থার নকল মোবিল মজুত করে বিক্রি করা হচ্ছিল। সংস্থার তরফে বিষয়টি দুর্নীতি দমন শাখাকে জানানো হয়। এরপর দুর্নীতি দমন শাখার একটি টিম গোডাউনটিতে অভিযান চালায়।
advertisement
তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, কীভাবে ওই মোবিল তৈরি করা হচ্ছিল তা জানার চেষ্টা চলছে। কম দামি মোবিলের সঙ্গে অন্য কিছু মিশিয়ে তা ভাল কোম্পানির লেভেল লাগানো পাত্রে ভরে বিক্রি করা অভিযোগও রয়েছে। কতদিন ধরে এই কারবার চলছিল তাও জানার চেষ্টা চলছে। শুধু পূর্ব বর্ধমান জেলা নয়, পাশের হুগলি, বাঁকুড়া, বীরভূম জেলাতেও ওই মোবিল পাঠানো হতো বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত, তাও জানার চেষ্টা চলছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নকল ঘি, নকল সিমেন্টের পর এবার মিলল নকল মোবিল, বর্ধমানে সাফল্য দুর্নীতি দমন শাখার
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement