‘সপ্তপদী রিভিজিটেড...’, রিনা ব্রাউনের কথা মনে করালেন শুভেন্দু...এমনটা কেন বললেন কুণাল?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
‘‘শুভেন্দু কর্তব্যরত পুলিশ কর্মীদের বলছেন, ডোন্ট টাচ মাই বডি। এই বিনোদনের নাম ‘সপ্তপদী রিভিজিটেড’। রিনা ব্রাউনের কথা মনে করালেন আমাদের ৷ হিম্মত দেখাতে পারল না... ৷ ’’
কলকাতা: মিছিল শুরু করার আগেই আটক মিছিলের মুখ। পিটিএস-এর কাছে বাধা। পুলিশের সঙ্গে তুমুল বচসা। ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে স্লোগান। তারপর প্রিজন ভ্যানে সোজা লালবাজারে শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন লকেট চট্টোপাধ্যায় এবং রাহুল সিনহা। মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে দায়িত্বে ছিলেন বিজেপির ত্রয়ী। শুভেন্দু, দিলীপ এবং সুকান্ত। মঙ্গলবার তাঁকে আটকানোর সময় কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা যেভাবে ‘লেডি পুলিশ’ ব্যবহার করেছেন, তাতে ক্ষুব্ধ বিরোধী দলনেতা শুভেন্দু। লালবাজারে পুলিশি হেফাজত থেকেই হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইল থেকে লাইভ করেন তিনি।
এই ঘটনার পর শুভেন্দুকে আক্রমণ শানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিন কুণাল ঘোষ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে গেলে পুলিশকে যুদ্ধ করতে হত। আর আজ তিনজন মহিলা পুলিশকর্মী ঘিরে রেখেছিলেন বলে শুভেন্দু বলে ওঠেন – নো নো ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। লজ্জাবতী লতা আমার আলুভাতে... হাঁটতে হাঁটতে চলে গেল। এ তো হাস্যকর! এতবড় অপদার্থ বিরোধী দলনেতা।’’
advertisement
advertisement
কুণাল এদিন আরও বলেন, ‘‘বিজেপির ফ্লপ নবান্ন অভিযান ৷ ওদের পরিকল্পনা ছিল অস্থিরতা তৈরি করার। পুলিশ প্রশাসন সেটা ব্যর্থ করেছে। এই বিজেপির জনভিত্তি নেই ৷ হিংসা, প্ররোচনা করে রাজনীতি করে ৷ যে ভাবে তাদের কর্মীদের দিয়ে পাথর, ইঁট ছুড়েছেন। পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছেন ৷ মোটের ওপর যা কিছু বিক্ষিপ্ত ঘটনা। অপদার্থ নেতৃত্বের কথা বলছে ৷ সবাই দেখেছে কারা অশান্তি করেছে। কারা আগুন লাগিয়েছে। এই সুকান্ত-মালব্য পাগল। এদের কোনও জনভিত্তি নেই। এরা জণগণের হয়রানি করেছে ৷ শুভেন্দু অধিকারীর দিকে যত ক্যামেরা তাক করে ছিল। তত মিনিটও দাঁড়িয়ে থাকতে পারলেন না। কর্তব্যরত পুলিশ কর্মীদের বলছেন, ডোন্ট টাচ মাই বডি। এই বিনোদনের নাম ‘সপ্তপদী রিভিজিটেড’। রিনা ব্রাউনের কথা মনে করালেন আমাদের ৷ হিম্মত দেখাতে পারল না ৷ ’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 13, 2022 6:36 PM IST