নবান্ন অভিযানের শুরুতেই আটক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

Last Updated:

বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ তৃণমূল কংগ্রেসের ৷

নবান্ন অভিযানের শুরুতেই আটক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
নবান্ন অভিযানের শুরুতেই আটক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
আবীর ঘোষাল, কলকাতা: নবান্ন অভিযানের শুরুতেই আটক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর সেই আটককে ঘিরে তীব্র কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। বিরোধী দলনেতা প্রিজন ভ্যানে হেঁটে হেঁটে উঠে গিয়েছেন। এটাকেই কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস।
নবান্ন অভিযান দিয়ে শুরু। পর্ব শেষ হবে ২০২৪-এর লোকসভা নির্বাচন পর্ব শেষ করে। সেই লক্ষ্যেই নবান্ন অভিযানকে সফল করতে জোর কদমে নেমেছে বিজেপি শিবির। আর বিজেপির নবান্ন অভিযানে অন্যতম সেনাপতির ভূমিকায় রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাঁতরাগাছি থেকে যে মিছিল করে নবান্ন অভিযানে আসবে বিজেপি কর্মীরা, তার নেতৃত্বে থাকার কথা শুভেন্দুর। কিন্তু মঙ্গলবার বেহালা থেকে সাঁতরাগাছির উদ্দেশ্যে রওনা দেওয়ার পরই দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার সময় আটকে দেওয়া হয়েছে শুভেন্দুকে। আর এরপরই চরম ক্ষোভ দেখিয়ে গাড়ি থেকে নেমে পড়েন বিরোধী দলনেতা। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয় শুভেন্দুর।
advertisement
advertisement
কলকাতার দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার মুখে যে ব্যারিকেড করে পুলিশ, সেটি ভাঙার চেষ্টা করেন বিরোধী দলনেতা। পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘এখনই হাইকোর্টে ফোন করব। মমতা বন্দ্যোপাধ্যায় হায় হায়। আমি বিরোধী দলনেতা, সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে আটকানো হচ্ছে। ভয় পেয়েছে মমতা, ক্ষেপে গেছে জনতা।''  এর কিছুক্ষণ পরেই শুভেন্দুকে আটক করে পুলিশ। যা দেখে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘এ বিরোধী দলনেতা। যে বিরোধী দলনেতা হাঁটতে হাঁটতে পুলিশের প্রিজন ভ্যানে উঠে গেল। আসলে ও একটা আলুভাতে, সখী। ওর খালি মুখে মারিতং জগৎ। আর বারবার পুলিশকে বলছে, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি।
advertisement
যতগুলো ক্যামেরা ছিল সেই সময় পর্যন্ত ওর নার্ভ কাজ করল না। আমরা তো ভেবেছিলাম পুলিশ তুলে নিয়ে যাবে৷ এতো দেখলাম হাঁটতে হাঁটতে লজ্জাবতী লতা হয়ে উঠে গেল। এই আলুভাতে বিরোধী দলনেতার ভরসায় বিজেপি কর্মীরা আন্দোলন করতে এসেছিল? এর শেখা উচিৎ বিরোধী রাজনীতি করা।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নবান্ন অভিযানের শুরুতেই আটক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement