বিজেপির নবান্ন অভিযানের দিন রাস্তায় বাসের দেখা নেই, চরম দুর্ভোগে যাত্রীরা

Last Updated:

অশান্তির ভয়ে বাস নামায়নি বেসরকারি বাস মালিকরা ৷ 

বিজেপির নবান্ন অভিযানের দিন রাস্তায় বাসের দেখা নেই, চরম দুর্ভোগে যাত্রীরা
বিজেপির নবান্ন অভিযানের দিন রাস্তায় বাসের দেখা নেই, চরম দুর্ভোগে যাত্রীরা
আবীর ঘোষাল, কলকাতা: সকাল থেকেই যাত্রী দূর্ভোগ চরমে। বিজেপির নবান্ন অভিযানের জেরে বন্ধ একাধিক রাস্তা। আর তার জেরে স্ট্যান্ডে আসছে না একাধিক বাস। যার জেরে সাধারণ মানুষের অবস্থা কাহিল।সকাল থেকেই হাওড়া বাস স্ট্যান্ডে চলছে বাস ধরার যুদ্ধ। বিপজ্জনকভাবে বাসে ওঠার লড়াই চলছে। বহু ক্ষেত্রেই যাত্রীদের বাদুড়ঝোলা হয়ে বাস ধরতে হচ্ছে। এর ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা।
হাওড়া থেকে মিলছে না যাদবপুর, গড়িয়া, বেহালা রুটের বাস। উত্তর কলকাতায় যাওয়ার যে কটি বাস পাওয়া যাচ্ছে তাতে বাদুড়ঝোলা ভিড়। এমনই অবস্থা বাস ধরতে হুড়োহুড়ি করতে গিয়ে আহত হয়েছেন অনেকেই৷ বাস স্ট্যান্ডের একাধিক জায়গায় ভিড়। বহু ক্ষেত্রেই যাত্রীরা জানাচ্ছেন, এমন দূর্ভোগ হবে আগে জানলে তারা এই দিন অফিসে আসতেন না। হাওড়া থেকে সল্টলেক যাবেন রুচিরা বন্দ্যোপাধ্যায়। প্রায় দেড় ঘণ্টা সরকারি বাসের জন্য অপেক্ষায় থেকেও মেলেনি বাস। একটি বেসরকারি রুটের বাস আসলেও, তাতে যা ভিড় তাতে ওঠা সম্ভব হয়নি। এই অবস্থায় বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
advertisement
advertisement
রাহুল কর্মকার। মাকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছেন। যাবেন নীল রতন সরকার মেডিক্যাল কলেজে ৷ মাকে ডাক্তার দেখাতে নিয়ে এসে বিপাকে তিনি। হাওড়া বাস স্ট্যান্ডে এসে তিনি বাসে ওঠার জন্য অপেক্ষা করছেন ৷ যদিও অসুস্থ মাকে নিয়ে বাসে ওঠার মতো পরিস্থিতি ছিল না৷ ফলে দীর্ঘ সময় অপেক্ষা করা ছাড়া গতি নেই যাত্রীদের। বাসের সংখ্যা এত কম কেন? বেসরকারি বাস মালিকদের বক্তব্য, অশান্তির আশঙ্কায় তারা বাস নামাতে চাননি। বিজেপির কর্মসূচি মিটলে তবে বাস নামাবেন তারা। আর সরকারি বাস ? তাদের বক্তব্য পূর্ণ ক্ষমতার বাসই চালানো হচ্ছে। কিন্তু একাধিক রুটে যানজট থাকার কারণে যথাসময়ে বাস এসে স্ট্যান্ডে পৌঁচ্ছছে না ৷ তাই দীর্ঘ সময় ধরে অসুবিধার শিকার হতে হচ্ছে যাত্রীদের। অফিস ফেরত যাওয়ার সময় কী অবস্থা হবে তা নিয়ে শুরু যাত্রীদের চিন্তা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিজেপির নবান্ন অভিযানের দিন রাস্তায় বাসের দেখা নেই, চরম দুর্ভোগে যাত্রীরা
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement