আরও পড়ুন– বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ! রাজ্যে কমতে পারে রাতের তাপমাত্রা
মঙ্গলবার বেলা ১টা নাগাদ কলকাতা থেকে বনগাঁ যাবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সূত্রে খবর, চাকদহ রোডের প্রতাপগড় মাঠে মুখ্যমন্ত্রীর কপ্টার নামার জন্য হেলিপ্যাড করা হবে। সেখান থেকে স্বল্প দূরত্বেই সভা করবেন মমতা বন্দোপাধ্যায়। বনগাঁ জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘‘গত সপ্তাহেই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দিদি কথা বলেন। তিনি জানান, বনগাঁয় সভা করতে চান। আজ, মঙ্গলবার দুপুর ১টার সময়ে ত্রিকোণ পার্কে সভা। তার পরে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত ৩ কিলোমিটার পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী।’’
advertisement
আরও পড়ুন– পারফরম্যান্সই শেষ কথা দলে, ফের কড়া বার্তা অভিষেকের
বিশ্বজিৎ জানিয়েছেন, এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদেই এই কর্মসূচি করছেন মমতা। তাঁর কথায়, ‘‘এখানে ওপার বাংলার মানুষ বেশি। মতুয়া, তফশিলি মানুষজন রয়েছেন। এসআইআরকে সামনে রেখে ভয় দেখানো হচ্ছে। মানুষ আতঙ্কিত। আত্মঘাতী হচ্ছেন। মুখ্যমন্ত্রী প্রথম থেকেই এই নিয়ে মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন। সেই বার্তা দিতে আসছেন এখানে।’’ তৃণমূল নেতা এ-ও জানান, মতুয়ারা এখনও তৃণমূলের পাশেই রয়েছেন। আগামী দিনেও থাকবেন। কারণ, এ রাজ্যে মতুয়াদের জন্য যে কাজ হয়েছে, তা মুখ্যমন্ত্রীই করেছেন।
