মমতা এদিন নব জোয়ার যাত্রার ভূয়সী প্রশংসা করে বলেন, “একটা জিনিস একা করলে হয় না৷ সবাই মিলে করলে সেটা সাফল্যমণ্ডিত হয়৷ গোটা দল এই কর্মসূচীকে সমর্থন করেছে। আমি আজ এখানে মুখ্যমন্ত্রী হিসাবে নয়, আমি দলের চেয়ারপার্সন হিসেবে।”
আরও পড়ুন: ‘যদি চান আচ্ছে দিন…’ মুখে মোদির বাণী? এ কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তাজ্জব সবাই!
advertisement
এখানেই শেষ নয়, আবেগে ভেসে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বহু পুরোনো অজানা তথ্য প্রকাশ্যে আনেন। শুক্রবার ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির শেষ দিনে দক্ষিণ ২৪ পরগনার নামখানায় সভা করে তৃণমূল। সেই সভায় মমতা-অভিষেক দু’জনেই হাজির ছিলেন। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বহু অজানা তথ্য সামনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলেন, “আমি জানি অনেক কুৎসা, জঘন্য শব্দ আমার পরিবারকে কেন্দ্র করে বলা হয়। আমি আজ অভিষেককে একটা ছবি দেব। কারণ অনেকেই বলে ওই তো দিদি এসে ভাইপোকে এমপি করে দিয়েছে। অনেকেই জানেন না, অভিষেক ২ বছর বয়স থেকে রাজনীতি করে৷ ১৯৯০ সালে ওর বয়স তখন ২। রোজ ঝাণ্ডা নিয়ে বলত, দিদিকে মারলে কেন? সিপিএম জবাব দাও৷ আমি আজ সেই ছবি ওকে দেব সংরক্ষিত করে রাখতে।”
আরও পড়ুন: ‘১৩ তলা’ বা ‘১৩ নম্বর’ ঘর কেন থাকে না হোটেলে? আসল কারণ জানালে চমকে যাবেন!
মমতা আরও বলেন,”আমরা যে কত মার খেয়েছি। নাপিত, জল বন্ধ করা৷ হাত, পা কেটে নেওয়া। কই মাছ মুখে ঢুকিয়ে অত্যাচার করা। কি করেনি ওরা? সিঙ্গুর, নন্দীগ্রাম অনেক পরে এসেছে। কী কী অত্যাচার ওরা করেনি। মা, বোনেরা আমাদের সম্পদ। আপনাদের বলেছিলাম, লক্ষ্মীর ভাণ্ডার করে দেব। স্বাস্থ্যসাথী করে দিয়েছি, কন্যাশ্রী, ঐক্যশ্রী সব করে দিয়েছি।”