'১৩ তলা' বা '১৩ নম্বর' ঘর কেন থাকে না হোটেলে? আসল কারণ জানালে চমকে যাবেন!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
General Knowledge Story: ১৩ নম্বর। এমন একটি সংখ্যা যেটি বোধহয় সবথেকে বেশি চর্চিত হয়। সংখ্যাতত্ত্ব অনুসারে, ১৩ নম্বরটি 'অশুভ'। অনেকে একে দুর্ভাগ্যের প্রতীকও মনে করেন।
advertisement
advertisement
এখানেই শেষ নয়, বেশিরভাগ হোটেলে আবার ১৩ নম্বর ঘরটিই থাকে না। বেড়াতে গিয়ে খেয়াল করে থাকবেন হোটেলে ১৩ নম্বর ঘরের কোনও উল্লেখই নেই। অনেক হোটেলের তো আবার ১৩ নম্বর তলাও থাকে না। এই কারণে লিফটে ১২-র পরও সরাসরি ১৪ তলায় যেতে বোতাম টিপতে হয়। কিন্তু কী সেই রহস্য যা ১৩ নম্বরের পিছনে লুকিয়ে আছে? যা আমরা এখনও জানি না। এই প্রতিবেদনে তারই উত্তর খুঁজছি আমরা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
১৩ নম্বর তল তাহলে কোথায় যায় ১২-র থেকেও বেশি তল বিশিষ্ট বিল্ডিংগুলিতে তো আর ১৩ তম তলটি অদৃশ্য হয়ে যেতে পারে না। তাহলে উপায়। সেক্ষেত্রে হোটেল মালিকরা এই তলের নাম পরিবর্তন করে দেন। তাঁরা সেই ফ্লোরটিকে ১৩ তলা বলেন না। কখনও ফ্লোরের নাম হয় ১২A অথবা ১৪A। অনেক জায়গায় ১২ তম তলের পরে সরাসরি ১৪ তল আসে। আজকাল ভারতেও অনেক হোটেলে এই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে।