Abhishek Banerjee: 'যদি চান আচ্ছে দিন...' মুখে মোদির বাণী? এ কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তাজ্জব সবাই!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Abhishek Banerjee: 'তাদের দলে নেওয়া হবে না!' নবজোয়ারের শেষ দিন বিস্ফোরক বার্তা! কাদের সতর্ক করলেন অভিষেক
কলকাতা: বেজে গিয়েছে পঞ্চায়েত ভোটের দামামা। এরইমধ্যে আজ তৃণমূলের নবজোয়ারের শেষ দিন বিরোধীদের বার্তা মমতা – অভিষেকের জোড়া সভায়। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় নবজোয়ার যাত্রার শেষ দিন আজ ছিলেন কাকদ্বীপে আর এদিন জনসংযোগ যাত্রায় ছিলেন স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ইংরেজবাজার ও শালবনীতে তিনি যোগ দিয়েছিলেন। পঞ্চায়েত ভোট ঘোষণার পর আজ ফের একই মঞ্চে মমতা-অভিষেক। দলীয় কর্মী থেকে বিরোধী শিবির বড় বার্তা দেন মমতা-অভিষেক।
অভিষেক এদিন মনোনয়ন নিয়ে বলেন, “সিপিএম পরিকল্পিতভাবে সন্ত্রাসকে মজ্জাগত করেছিল। কিন্তু আমরা আমাদের কথা রেখেছি। জেলা পরিষদে ১০০% মনোনয়ন হয়েছে৷ আমরা অধিকার হরণ করিনি, ফেরত দিয়েছি। সিপিএম, বিজেপি বলতে পারবে না তাদের মনোনয়ন জমা পড়েনি৷ আমরা কথা দিলে কথা রাখি।
advertisement
একইসঙ্গে দলীয় বিক্ষুব্ধদের উদ্দেশ্যে বার্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “কোথাও কেউ নির্দল হয়ে যদি দাঁড়িয়ে থাকে, তাদের উদ্দেশ্য নিয়ে বলছি, যারা বেইমানি করছে তাদের দলে নেওয়া হবে না৷ দলের শৃঙ্খলার উপরে আপনিও নন, আমিও নই৷”
advertisement
বিজেপিকে তথা কেন্দ্রের মোদি সরকারকে তীব্র আক্রমণ শানিয়ে হুঙ্কার দেন অভিষেক। তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বলেন, “মানুষের টাকা দিল্লির বুক থেকে ছিনিয়ে নিয়ে আসব৷ কথা দিচ্ছি। প্রাপ্য ফিরিয়ে আনব৷ যদি চান আচ্ছে দিন, তাহলে পদ্মের পাপড়ি গুড়িয়ে দিন, হাত-কাস্তে নয়, গ্রামে গ্রামে জোড়া ফুলে ভোট দিন।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 16, 2023 4:20 PM IST