প্রশাসনিক বৈঠক থেকে জেলা প্রশাসনকে কড়া বার্তাও দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে দীর্ঘদিন ধরে উদ্বোধন করা প্রকল্প কেন বাস্তবায়িত হচ্ছে না তা নিয়েও জেলা প্রশাসনকে এর আগেরবার প্রশাসনিক বৈঠক থেকে কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে এবার বাঁকুড়া জেলা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা পঞ্চায়েত ভোটের আগে রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: হঠাৎ করে সোনাঝুরির চায়ের দোকানে মুখ্যমন্ত্রী, চা বানিয়ে খাওয়ালেন সকলকে! দেখুন
বৃহস্পতিবার মেদিনীপুর এবং পুরুলিয়া জেলা থেকে কেন্দ্রকে কড়া আক্রমণ করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। বিশেষত কেন্দ্র বঞ্চনা করছে বলে ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও দুই জেলা মিলিয়ে কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস গতকাল করেছেন মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে এই দিনের বাঁকুড়া জেলার প্রশাসনিক সভা থেকে কেন্দ্রকে ফের কড়া আক্রমণ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই দিনের সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠান কর্মসূচি থেকে দুয়ারে সরকার প্রকল্পের বিভিন্ন সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: অনুব্রত ছাড়া বীরভূম সামলাবে কে? চ্যালেঞ্জ ছুড়ে বিরাট ঘোষণা মমতার! কেঁপে গেল বাংলা
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। মেদিনীপুরের সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মাধ্যমিকের আগে আগেই যাতে দুয়ারে সরকার প্রকল্পের সব সুবিধা তুলে দেওয়া হয় সাধারণ মানুষের হাতে। পড়ুয়াদের হাতে যাতে সাইকেল তুলে দেওয়া হয়, দ্রুত সে বিষয়েও রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী সপ্তাহেই উত্তরবঙ্গ যাওয়ার কথাও রয়েছে মুখ্যমন্ত্রীর। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সরকারি পরিষেবা তুলে দেওয়ার পাশাপাশি জমির পাট্টাও তুলে দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যেই একাধিক জেলায় সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচি করেছেন মুখ্যমন্ত্রী।সূত্রের খবর মার্চ মাস থেকে ফের শুরু হতে পারে দুয়ারে সরকার। সেই প্রস্তুতিও ইতিমধ্যেই নিতে শুরু করেছে নবান্ন শীর্ষমহল।