মমতা এদিন সভা থেকে বলেন, জুন মালিয়া এলাকায় ঘোরে৷ সুজয় তুমি জুনের সঙ্গে ভাল ব্যবহার করবে। আমাকে বাধ্য কোরো না ব্যবস্থা নিতে। শিউলির সাথে কেশপুরে ঝামেলা মেটাও।
আরও পড়ুন- দু’বছর কোনও খোঁজ নেই, হারানো মাকে ফিরে পেল সন্তানরা, কীভাবে জানলে অবাক হবেন!
ভরা সভা থেকে মমতা আরও বলেন, কেউ কেউ আবার অজিত মাইতিকে মানতে চাইছে না৷ অজিত তুমিও গ্রুপ কমাও৷ কেশিয়ারিতে ঝামেলা মেটাও। না হলে আমি তোমাদের বদলে দেব। দীনেন রায় আগের মতো এফেক্টিভ হও। শুধু দোকানে বসলে হবে না৷ মানুষের দোকানে যাও।
advertisement
মমতা আরও বলতে থাকেন, শ্রীকান্ত মাহাতো কত বড় নেতা! ওদিকে মাহাতোদের কথা বলতে পারে না। চারবার চিঠি দিয়েছি, কেন বলতে পারল না? আমরা কী চোর না ডাকাত? জোর গলায় বলবে৷ উত্তরা সিংহ তোমাকে জেলা পরিষদে উত্তর দিতে হবে রাস্তাগুলো করে৷ ঘাটালে সমস্যা আছে৷ ঠিক করে করুন৷ দেবকেও ডাকুন। চন্দ্রকোণায় ভালো ভাবে দেখুন৷ দেব ও অপরুপাকে নিয়ে বুথ দেখবেন৷
আরও পড়ুন- ‘সঙ্গীতা না হলে সঞ্চিতা,’ হাসপাতালের সদ্যোজাতের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী
মমতা আরও বলেন, হুমায়ুন কবীর ডেবরায় সমস্যা আছে৷ প্রশাসনিক কাজ আর রাজনীতি আলাদা৷ মানস ভুইয়া শুধু সবং করলে চলবে? মাদুরকাঠি, সুইমিং পুল করলে হবে! আপনি তো রাজ্যের মন্ত্রী, জেলাটা আপনার। বিক্রম দা আপনি উড়িষ্যা সীমান্তে অবৈধ বাজির রিপোর্ট নিয়ে জেলাশাসক, পুলিশ সুপার আর আমাকে দেবেন।