Mamata Banerjee: 'সঙ্গীতা না হলে সঞ্চিতা,' হাসপাতালের সদ্যোজাতের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Mamata Banerjee: শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালের পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
শালবনি: শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালের পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শালবনীতে তৃণমূলে নবজোয়ার কর্মসূচীতে যোগ দিতে আসেন অভিষেক। যেখানে অধিবেশন মঞ্চ রয়েছে, সেখান থেকে বেশ কিছুটা দূরেই রয়েছে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল। সেখানেই যান মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য পরিকাঠামোর হাল জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সেখানে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। প্রসূতিদের ওয়ার্ডে গিয়ে গরমে যাতে তাঁদের যত্নে বা চিকিৎসায় কোনও অসুবিধা না হয়, সেটা নজর রাখতে বলেন মুখ্যমন্ত্রী। সদ্যোজাতদের ওয়ার্ডে থাকার সময়ে মায়েদের কাছে সন্তানদের নাম জিজ্ঞাসা করেন মুখ্যমন্ত্রী। সেই সময়ে এক মহিলার অনুরোধে তাঁর সন্তানের নামের জন্য দুটি নাম দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সঙ্গীতা না হলে সঞ্চিতা।’
এদিন বাজি দুর্ঘটনায় শিরোনামে থাকা খাদিকুল গ্রামে যান মুখ্যমন্ত্রী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, কিছু মানুষ প্রশাসনের নজর এড়িয়ে নিজেদের মুনাফার স্বার্থে বেআইনি শব্দ বাজি তৈরি করে চলেছেন। এই ধরনের বাজি কারখানা নজরে এলেই তা পুলিশের নজরে আনার জন্য সাধারণ মানুষের কাছে অনুরোধ করেন তিনি। একই সঙ্গে গোয়েন্দা ব্যর্থতার কথাও শোনা যায় তাঁর মুখে।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি স্থানীয় মানুষকে বলব বেআইনি বাজি করাখানা দেখলে ওসিকে রিপোর্ট করবেন। ওসি অ্যাকশন না নিলে আমাকে বলবেন, আমি সরিয়ে দেব। উপরমহলে যাঁরা আছেন, তাঁদের যদি ইন্টেলিজেন্স কাজ করত, এত বড় ঘটনা ঘটত না। আর যেন এরকম না হয়। কিছু দুষ্ট লোক যারা বেআইনি বাজি করছে তাদের বিরুদ্ধে আমি ব্যাবস্থা নেব।’
advertisement
মুখ্যমন্ত্রী এ দিন নিজে গিয়ে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়ায় এবং চাকরির ঘোষণা করায় খুশি খাদিকুল গ্রামে বিস্ফোরণের ঘটনায় নিহত এবং আহতদের পরিজনেরা৷ এ দিন মুখ্যমন্ত্রী বলেন, ‘এই ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে৷ আপনাদের কাছে মাথা নত করে ক্ষমা চেয়ে নিচ্ছি৷’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 27, 2023 4:51 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: 'সঙ্গীতা না হলে সঞ্চিতা,' হাসপাতালের সদ্যোজাতের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী