মমতা এদিন আরও ঘোষণা করেন, 'নয়াচর ল্যান্ডটা আমাদের হাতে এসেছে। ওখানে হাব-এর কাজ শুরু হয়েছে। এখানে তাজপুর পোর্টের কাজ শুরু হয়েছে। এখানে অনেক কাজ পাবেন অনেকে। নয়াচর অনেক দিন ধরে পড়ে আছে। নয়াচরে ইকো হাব ও সোলার প্লান্ট হবে। কাজটা শুরু করে ফেলেছি। নয়াচরে টিম পাঠিয়ে একটু দেখে নিতে হবে। নয়াচরে কয়েকটা হোম স্টে করে দেবেন।' যে কটেজগুলো করা হবে তার জন্য বেশি খরচ না করার নির্দেশ দেন মমতা।
advertisement
আরও পড়ুন: দুর্গাপুজোয় জড়িয়ে আছে সাধক বামাক্ষ্যাপার স্মৃতি, ভক্ত আর ভগবানের লীলা কথা
আরও পড়ুন: হাওড়ার রসপুরের রায় পরিবারের পুজোয় শুধুই ইতিহাসের গন্ধ, জানুন
দিঘা ভেরিফিকেশনের ওপরেও তার প্রভাব পড়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসককে নতুন করে ফের সৌন্দর্যায়নের ওপর গুরুত্ব দিতে বলেন। বুধবারে প্রশাসনিক বৈঠক থেকে নবরূপে দিঘার সৌন্দর্যায়ন প্রকল্পেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
বুধবারের এই প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৮৪৫ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলার জন্য। যার মধ্যে দিঘার মেরিন ড্রাইভ উদ্বোধনের পাশাপাশি দিঘার বিটিফিকেশনেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।