প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাজিতপুর এমএসকে স্কুলের জমি কেনার জন্যে প্রধান শিক্ষক জয়দেব ঘোষ, সহকারী শিক্ষক কার্তিক পালের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার হিসাবে নিয়েছিলেন দু'বছর আগে। সেই টাকা ফেরতের জন্যে বারবার প্রধান শিক্ষকের কাছে অনুরোধের পরেও তিনি কর্ণপাত করেননি। এরপর আজ আবার সেই তাকা চাইতে যান কার্ত্তিক পাল।
advertisement
আরও পড়ুন: 'ড্রাইভার হতে শখ যে করি!' নতুন গানে বাজার কাঁপানো শুরু 'রকস্টার' ভুবন বাদ্যকরের
অভিযোগ, টাকা চাইতেই প্রধান শিক্ষক জয়দেব ঘোষ চড়াও হন কার্ত্তিক পালের ওপরে। বেধড়ক মারধর করেন বলে অভিযোগ আরও এক সহকারী শিক্ষকের। স্কুলের অন্যান্য শিক্ষকদের আরও দাবি, প্রধান শিক্ষক কোনও ছুটি দিতে চান না। ছুটি চাইতে গেলে মারধর করেন বলে অভিযোগ। এ দিনের ঘটনার পরে রক্তাক্ত সহকারী শিক্ষককে উদ্দেধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্কুলের ঘরে তালা দিয়ে আটকে রাখা হয় প্রধান শিক্ষক জয়দেব ঘোষকে। পুলিশ গিয়ে গ্রেফতার করে।
Jiaul Alam