মাইথন এলাকার স্থানীয় ব্যবসায়ী থেকে নৌকা চালক, সকলেই একটা গোটা বছর অপেক্ষা করেন এই সময়ের জন্য। সারা বছর টুকটাক ভিড় লেগে থাকলেও, পিকনিকের মরশুমে সবথেকে বেশি ভিড় হয় এখানে। পিকনিক করতে আসা পর্যটকদের আনাগোনা লেগে থাকে প্রায় ফেব্রুয়ারি মাস পর্যন্ত। তাই এই সময় এলাকার স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসা জমে ওঠে। নৌকা চালকদের মধ্যে থাকে বাড়তি তৎপরতা।
advertisement
আরও পড়ুন: একবার চাষ করলে বসে বসে খাওয়া যাবে তিন বছর! এই ফসল তো ফসল নয়, ঠিক যেন টাকার গাছ
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বড়দিন থেকেই পর্যটকদের আনাগোনা বেড়ে যায় এখানে। তাই পর্যটকদের স্বাগত জানাতে সবরকম প্রস্তুতি নিয়ে সেজে উঠেছে মাইথন। বিগত কয়েক বছরের মত এবারও পর্যটকদের স্বাগত জানাতে বিশাল একটি তোরণ তৈরি করা হয়েছে। পাশাপাশি পর্যটকদের সহযোগিতার জন্য থাকছে একাধিক ক্যাম্প। পাশাপাশি এই সময় মাইথন এলাকার নিরাপত্তার দিকে বিশেষ নজর থাকবে প্রশাসনের।
অন্যদিকে, এই সময় মাইথনের পাশাপাশি পর্যটকদের আনাগোনা বেড়ে যায় কল্যাণেশ্বরী মন্দিরে। ফলে সেখানে বাড়তি তৎপরতা থাকছে। পর্যটকদের সুবিধার্থে কল্যানেশ্বরী মন্দিরের সামনে আসানসোল পুরসভার উদ্যোগে একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। অন্যদিকে মাইথনে, নৌকা বিহারের সময় সবরকম সর্তকতা অবলম্বনের বিষয়ে সজাগ থাকতে বলা হয়েছে পর্যটক ও নৌকাচালকদের। লাইফজ্যাকেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
নয়ন ঘোষ