বন্দে ভারত স্লিপার কোন কোন জেলার উপর দিয়ে যাবে? কত ভাড়া? পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোয় বড় সংযোজন
তেলে ভরপুর ভেনেজুয়েলা, তবু মুদ্রা এত দুর্বল কেন? জেনে নিন, সেখানে ১০ হাজার ভারতীয় টাকার মূল্য কত?
আলোচনায় উঠে আসে আদিবাসী সমাজের বিভিন্ন প্রথা ও উৎসব সংক্রান্ত বিষয়। আদিবাসীদের নানা পরব বা উৎসবের সঙ্গে শিকারের একটি প্রথাগত যোগ রয়েছে। তাঁদের বিশ্বাস অনুযায়ী, নির্দিষ্ট সময়ে শিকার না করলে সেই পরব সম্পূর্ণ বা স্বার্থক হয় না। সামনে আরও একটি আদিবাসী উৎসব থাকায় এই বিষয়টি বিশেষভাবে আলোচনায় আসে। সেই প্রেক্ষিতেই বনদফতর ও ডিস্ট্রিক্ট লিগ্যাল সেলের তরফে আইনি দিকগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়।শিবিরে স্পষ্ট করে জানানো হয়, বন্যপ্রাণী শিকার আইনত দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী হত্যা করলে কী ধরনের শাস্তি হতে পারে, কতটা জরিমানা ধার্য হয় এবং এর ফলে জঙ্গলের বাস্তুতন্ত্র কীভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই সমস্ত বিষয় সহজ ভাষায় বোঝানো হয় আদিবাসী সমাজের প্রতিনিধিদের। পাশাপাশি তাঁদের বোঝানো হয়, জঙ্গলের পরিবেশ রক্ষা করা মানেই ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা নিশ্চিত করা।এই প্রসঙ্গে আদুরিয়া বিট অফিসার পিনাকী ভট্টাচার্য জানান, “আদিবাসীরা আগের তুলনায় অনেকটাই সচেতন হয়েছেন। তবে তাঁদের প্রথা ও সংস্কৃতির বিষয়টি মাথায় রেখেই এবার নির্দেশ দেওয়া হয়েছে, জঙ্গলের ভিতরে ঢুকে কোনও বন্যপ্রাণী শিকার করা যাবে না।
advertisement
প্রথা রক্ষার জন্য যদি শিকার করতেই হয়, তা যেন জঙ্গলের বাইরে সীমিত রাখা হয়।” তিনি আরও জানান, এমন কিছু প্রাণী যেগুলি আইনত অপরাধের আওতায় পড়ে না, যেমন কোনও নির্দিষ্ট জায়গায় মুরগি ছেড়ে দিয়ে তা শিকার করা, সেই ধরনের বিকল্প পথ অনুসরণের কথাও তাঁদের জানানো হয়েছে, যাতে প্রথা বজায় থাকে এবং বন ও বন্যপ্রাণীও সুরক্ষিত থাকে।শিবিরে আলোচনায় অংশ নিয়ে লেবু হেমব্রম ও সুনীল মুর্মু জানান, তাঁরা বনদফতরের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন। ভবিষ্যতে কোনও বন্যপ্রাণী হত্যা করা হবে না বলেও তাঁরা আশ্বাস দেন। তাঁদের মতে, বন বাঁচলে তবেই আদিবাসী সমাজ ও তাদের সংস্কৃতিও টিকে থাকবে।সব মিলিয়ে এই আইনি জনসচেতনতামূলক শিবির আদিবাসী সমাজ ও বনদফতরের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। প্রথা ও পরিবেশ দু’য়ের মধ্যে সামঞ্জস্য রেখে এগিয়ে যাওয়ার যে বার্তা এই শিবির থেকে উঠে এল, তা আগামী দিনে বন্যপ্রাণ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই সকলে আশাবাদী।
