মহিষাদলে অভিনব এই মাতৃ পূজনের আয়োজন করা হয়। সেখানেই যেন এক টুকরো প্রাচীন ভারতের ছবি ধরা পড়ল। কেউ ধুইয়ে দিচ্ছে মায়ের পা, আবার কেউ ফুল দিয়ে পুজো করছে নিজের মাকে। ওদের কারওর বয়স ৮, আবার কারওর ১০ কিংবা ১২। কিন্তু মাতৃভক্তি বাল্যকাল থেকেই প্রকট। অভিনব এই এই মাতৃ পুজোদেখতে ভিড় জমিয়েছিলেন নবীন থেকে প্রবীণ।
advertisement
এদিন প্রথমে ১০০ জন সন্তান তারা তাদের মায়ের পা ধোয়ায়। এরপর ফুল এবং প্রদীপ দিয়ে পুজো করে সন্তানরা। এমন আবেগঘন মুহূর্তে নিজেদের সন্তানকে ভক্তিপূর্ণ অবস্থায় দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন মায়েরা। অশ্রু ভেজা চোখে সন্তানদের জড়িয়ে ধরেন তারা। সন্তানদের এ রূপে দেখে মা কবিতা মাইতি জানান, “বর্তমানে পা বাড়ালেই বৃদ্ধাশ্রম দেখা যায়। বাবা- মাকে সেভাবে শ্রদ্ধা ভক্তি করতে দেখা যায় না। যেভাবে গোটা সমাজ অবক্ষয়ের দিকে যাচ্ছে তাতে এই মাতৃ পূজন সমাজে এক অন্য বার্তা পৌঁছে দেবে।”
বর্তমান সময়ে যেখানে বড় হওয়ার পর সন্তানরা নিজেদের ক্যারিয়ারের তাগিদে বাবা-মাকে ছেড়ে আলাদাভাবে বসবাস শুরু করেছে। দিন দিন এই প্রবণতা বাড়ছে। পিতা মাতার সঙ্গে সন্তানদের একাত্ম করার বার্তা দিয়ে পুজো আয়োজন করা হয়।