TRENDING:

মদের আসরে বচসা, হাতাহাতি! ভাইকে সঙ্গে নিয়ে বন্ধুকে বেদম মা*র! প্রাণ গেল যুবকের, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

Last Updated:

South 24 Parganas News : মদ খেতে গিয়ে বচসার জেরে চলে গেল প্রাণ। এই ঘটনায় মহেশতলা গোপালপুর মালিপাড়ায় এখনও রয়েছে চাপা উত্তেজনা। অভিযুক্তরা মৃতের বন্ধু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহেশতলা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: মদ খেতে গিয়ে বচসার জেরে চলে গেল প্রাণ। এই ঘটনায় মহেশতলা গোপালপুর মালিপাড়ায় এখনও রয়েছে চাপা উত্তেজনা। স্থানীয় গ্রামবাসীরা এই ঘটনার প্রতিকার চেয়েছেন। মৃত বরুন মন্ডলের দুই বন্ধু চিরঞ্জিত মিত্র, শুভঙ্কর মিত্র। এদিকে চিরঞ্জিত ও শুভঙ্কর সম্পর্কে দুই ভাই। অভিযোগ, দুই ভাই বরুণকে কার্যত রাস্তায় ফেলে মারধর করেন।
মৃত বরুন মন্ডল
মৃত বরুন মন্ডল
advertisement

বরুণের বুকে একাধিক লাথি, ঘুসি মারা হয়। অন্যদিকে পুলিশ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছে। পুলিশ প্রথমে দুই ভাইকে আটক করে থানায় নিয়ে গেলেও। এখন তাদের গ্রেফতার করেছে। এই ঘটনার পর স্থানীয়রা জখম ওই যুবককে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেয় অনেক আগেই মারা গিয়েছেন যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মহেশতলা থানার পুলিশ।

advertisement

আরও পড়ুন : চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল বাড়িটা, দমকল আসার আগেই সব শেষ! ফানুস থেকেই কী সর্বনাশ?

সূত্রের খবর, নেশার আসরে বরুণ মন্ডল(৩৫) ও চিরঞ্জিত মিত্রের মধ্যে প্রথমে বচসা হয়। এরপর তা রূপ নেয় হাতাহাতিতে। স্থানীয়দের অভিযোগ, এরপর চিরঞ্জিত মিত্র তার ভাইকে ডাকে এবং দুই ভাই মিলে বরুণকে মারধর করে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে বরুণ মন্ডল। বরুন মন্ডলকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা বরুন মন্ডলের পরিবারের লোকজনকে খবর দেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
অন্ধকারে ঢেকে যায় গোটা গ্রাম, দাউদাউ করে জ্বলে মশাল, তারপরই বেরয় বড়মা-ছোটমা সঙ্গে ভৈরব
আরও দেখুন

এরপরেই পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসেন। খবর দেওয়া হয় জিনজিরা বাজার তদন্ত কেন্দ্রে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বরুণকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বরুণের মৃত্যুর খবর এলাকায় আসার পরেই সৃষ্টি হয় উত্তেজনা। বর্তমানে থমথমে পরিস্থিতি এলাকায়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মদের আসরে বচসা, হাতাহাতি! ভাইকে সঙ্গে নিয়ে বন্ধুকে বেদম মা*র! প্রাণ গেল যুবকের, এলাকায় ব্যাপক চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল