Fire Accident : চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল বাড়িটা, দমকল আসার আগেই সব শেষ! ফানুস থেকেই কী সর্বনাশ?

Last Updated:

Fire Accident : শান্তিপুরে আগুনে পুড়ে ছাই বাড়ি, দমকলের বিলম্বে ক্ষোভ এলাকাবাসীর। কালীপুজোর ভাসানের দিন ফানুসের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

+
দাউদাউ

দাউদাউ করে জ্বলছে আগুন

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: শান্তিপুরে আগুনে পুড়ে ছাই বাড়ি, দমকলের বিলম্বে ক্ষোভ এলাকাবাসীর। শান্তিপুর থানার অন্তর্গত বক্তারঘাট শিবতলা এলাকায় রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে যায় উত্তম প্রামাণিকের বাড়ি। স্থানীয় সূত্রে জানা যায়, কালীপুজোর ভাসানের দিন ফানুসের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। প্রাথমিক স্থানীয়দের অনুমান এমনটাই।
ঘটনার পর এলাকাবাসীরা তৎক্ষণাৎ শান্তিপুর দমকল অফিসে ফোন করেন, কিন্তু অভিযোগ ওঠেছে, দমকলের গাড়ি আগুন নেভার পর ঘটনাস্থলে পৌঁছয়। অথচ ঘটনাস্থল দমকল অফিস থেকে মাত্র এক কিলোমিটার দূরে। ফলে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে যে সময় হাজির হয়েছে, ততক্ষণে অনেকটা ক্ষতি হয়ে গিয়েছে বলে স্থানীয়দের দাবি।
advertisement
advertisement
আগুনে বেশ কিছু কৃষিকাজের সরঞ্জাম পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির ভেতরে থাকা একটি গরুকে স্থানীয়রা দড়ি কেটে বের করে প্রাণে রক্ষা করেন। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে দমকলের বিলম্বরে কারণে ক্ষতিগ্রস্ত পরিবার সহ স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
দমকল বিভাগের কর্তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা ক্যামেরার সামনে কোন মন্তব্য করতে চাননি। এলাকাবাসীর প্রশ্ন, “যখন দমকল অফিস এত কাছেই, তাহলে আগুন লাগার প্রায় আধ ঘণ্টা পর কেন পৌঁছলো দমকল বাহিনী?” পুরো ঘটনার জেরে বক্তারঘাট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসী দমকলের এই গাফিলতির জন্য ক্ষোভে ফেটে পড়েছেন ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire Accident : চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল বাড়িটা, দমকল আসার আগেই সব শেষ! ফানুস থেকেই কী সর্বনাশ?
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement