৬২৯ বছরের প্রাচীন হুগলির শ্রীরামপুর মাহেশের রথযাত্রা, রথের দড়িতে টান পড়তে আর কিছু দিনের অপেক্ষা মাত্র। মাহেশের রথকে কেন্দ্র করে উৎসবের মেজাজ শ্রীরামপুরে। লক্ষ লক্ষ দর্শনার্থীর সমাগম হয় এই সময়। মাহেশের স্থানপিড়ির মাঠ থেকে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া পর্যন্ত পুলিশি আয়োজন থেকে বিভিন্ন সর্তকতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হয়।
advertisement
আরও পড়ুন: ২৫ বছর ধরে নিখোঁজ, ভুলে গিয়েছে মাতৃভাষা বাংলা! সেই ছেলেই এবার ফিরল ঘরে
প্রতি বছরের ন্যায় এ বছরও যাতে সুস্থভাবে রথযাত্রা সম্পন্ন হয় তার জন্য আগেভাগেই বিশেষ পরিদর্শন করলেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিদ্যুৎ দফতর, দমকল আধিকারিক আরও বিভিন্ন দফতর। মাসির বাড়ি পর্যন্ত রথ নিয়ে যেতে যাতে কোন বাধা পেতে না হয় তার জন্য আগেভাগেই রাস্তা দু’ধারে গাছ ও যে সমস্ত দোকান রাস্তার উপরে উঠে পড়েছে তার সরানোর ব্যবস্থা করা হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে মন্দির কমিটির সম্পাদক পিয়াল অধিকারী জানান, রথ টানার সময় যাতে কোনো বাধা পেতে না হয়, তাই দেখা হচ্ছে। রাস্তার দু’ধারে কিছু গাছের ডাল রয়েছে তার সেগুলি কাটতে হবে। ফুটপাত দখল করে থাকার দোকান সরাতে হবে। বিদ্যুৎ পরিবহনের তার সুষ্ঠুভাবে রাখতে হবে। এই সমস্ত বিষয়গুলি দেখা হয়েছে। পরে আবারও প্রশাসন থেকে সতর্কতামূলক পরিদর্শন করবেন।
রাহী হালদার