TRENDING:

Fancy Dress Competetion: না আর পাঁচটা দিনের থেকে একেবারে আলাদা, হঠাৎ বিদ্যালয়ে হাজির বিপ্লবীরা, কী ঘটল হাইস্কুলে, জানুন

Last Updated:

Paschim Medinipur News: হঠাৎ বিদ্যালয়ে হাজির বিপ্লবীরা, কী ঘটল হাইস্কুলে, জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: হঠাৎ করে বিদ্যালয়ে হাজির মাতঙ্গিনী হাজরা, রাণী লক্ষীবাঈ, সাবিত্রী বাই ফুলে থেকে বেগম রোকেয়া’রা। স্বাধীনতার এত বছর পরেও হঠাৎ বিপ্লবীদের আগমন কোথা থেকে? চমকে গিয়েছে ছাত্র-ছাত্রীরা। তবে বিপ্লবীরা আসেননি বিদ্যালয়ে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অভিনবভাবে বিভিন্ন বিপ্লবীদের মত সেজে সবার সামনে উপস্থাপিত করে। যদিও এই তালিকায় ছিল বেশ কিছু স্বল্প পরিচিত স্বাধীনতা সংগ্রামীরা। বিদ্যালয়ের পড়ুয়ারা কেউ মৌলানা আবুল কালাম আজাদ, কেউ বেগম রোকেয়া আবার কেউ প্রীতিলতা ওয়াদ্দেদার সেজে অন্যান্য পড়ুয়াদের সামনে উপস্থাপিত করে। তবে বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগে খুশি পড়ুয়ারা তবে এর নেপথ্যে উদ্যোগের কারণ জানলে অবাক হবেন আপনিও।
advertisement

চলছে স্বাধীনতার মাস। স্বাধীনতা দিবসের দিন ভারতবর্ষের প্রায় প্রতিটি জায়গায় দেশপ্রেমের একাধিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তবে স্বাধীনতা দিবসের প্রায় সপ্তাহখানেক পরে হঠাৎ বিদ্যালয়ের এক অভিনব আয়োজন। যেখানে একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নাম দেওয়া হয় মহামানব সাজো। যেখানে বিভিন্ন শ্রেণীর পড়ুয়ারা একাধিক মহামানব ও বিপ্লবীদের সাজ ধারণ করেছিল। যদিও সেই তালিকায় ছিল মূলত অপরিচিত বা স্বল্প পরিচিত স্বাধীনতা সংগ্রামীরা। কেউ সেজেছিল প্রীতিলতা, কেউ আবার বেগম রোকেয়া কেউ হেমচন্দ্র কানুনগো। স্বাভাবিকভাবে বেশ আগ্রহ ও আনন্দের সঙ্গে এই দিনের অনুষ্ঠান পালন করে পশ্চিম মেদিনীপুরের একটি বিদ্যালয়।

advertisement

আরও পড়ুন – Digha Special Train: এই পুজোয় স্পেশাল ট্রেন, দিঘার সঙ্গে জুড়ে যাচ্ছে উত্তরবঙ্গ, দারুণ সুবিধা পর্যটকদের

পশ্চিম মেদিনীপুরে প্রত্যন্ত ব্লকের এটি বিদ্যালয় দাঁতন ভাগবত চরণ হাই স্কুল। দাঁতন ব্লকের এই স্কুল বরাবরই নিত্যনতুন প্রতিযোগিতা ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজন করে। স্বাধীনতার মাস উদযাপনে এক অভিনব প্রয়াস বিদ্যালয়ের। মূলত বেশ কয়েকজন বিপ্লবী ছাড়া আত্মবলিদান দেওয়া বহু বিপ্লবীদের কথা জানেই না পড়ুয়ারা। তাদের সামনে বিপ্লবীদের বর্ণনা দিতে এবং তাদের আত্মত্যাগের ঘটনা তুলে ধরতে এই অভিনব আয়োজন। নেতাজি, গান্ধিজির পাশাপাশিও ছিলেন একাধিক অপরিচিত বিপ্লবীদের ভাবনা।

advertisement

এই আয়োজন এর মধ্য দিয়ে একদিকে বিভিন্ন বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে জানতে পারবে, নিজেদের কৃতিত্ব প্রকাশ করা ব্যক্তিদের জীবন চর্চা হবে তাদের কাছে। বিদ্যালয়ের এই আয়োজনে খুশি সকলে।

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন কমলার দেশ...! সামসিং খাসমহলের চোখ ধাঁধানো 'অরেঞ্জ গার্ডেনে' নেমেছে পর্যটকদের ঢল
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fancy Dress Competetion: না আর পাঁচটা দিনের থেকে একেবারে আলাদা, হঠাৎ বিদ্যালয়ে হাজির বিপ্লবীরা, কী ঘটল হাইস্কুলে, জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল