চলছে স্বাধীনতার মাস। স্বাধীনতা দিবসের দিন ভারতবর্ষের প্রায় প্রতিটি জায়গায় দেশপ্রেমের একাধিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তবে স্বাধীনতা দিবসের প্রায় সপ্তাহখানেক পরে হঠাৎ বিদ্যালয়ের এক অভিনব আয়োজন। যেখানে একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নাম দেওয়া হয় মহামানব সাজো। যেখানে বিভিন্ন শ্রেণীর পড়ুয়ারা একাধিক মহামানব ও বিপ্লবীদের সাজ ধারণ করেছিল। যদিও সেই তালিকায় ছিল মূলত অপরিচিত বা স্বল্প পরিচিত স্বাধীনতা সংগ্রামীরা। কেউ সেজেছিল প্রীতিলতা, কেউ আবার বেগম রোকেয়া কেউ হেমচন্দ্র কানুনগো। স্বাভাবিকভাবে বেশ আগ্রহ ও আনন্দের সঙ্গে এই দিনের অনুষ্ঠান পালন করে পশ্চিম মেদিনীপুরের একটি বিদ্যালয়।
advertisement
আরও পড়ুন – Digha Special Train: এই পুজোয় স্পেশাল ট্রেন, দিঘার সঙ্গে জুড়ে যাচ্ছে উত্তরবঙ্গ, দারুণ সুবিধা পর্যটকদের
পশ্চিম মেদিনীপুরে প্রত্যন্ত ব্লকের এটি বিদ্যালয় দাঁতন ভাগবত চরণ হাই স্কুল। দাঁতন ব্লকের এই স্কুল বরাবরই নিত্যনতুন প্রতিযোগিতা ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজন করে। স্বাধীনতার মাস উদযাপনে এক অভিনব প্রয়াস বিদ্যালয়ের। মূলত বেশ কয়েকজন বিপ্লবী ছাড়া আত্মবলিদান দেওয়া বহু বিপ্লবীদের কথা জানেই না পড়ুয়ারা। তাদের সামনে বিপ্লবীদের বর্ণনা দিতে এবং তাদের আত্মত্যাগের ঘটনা তুলে ধরতে এই অভিনব আয়োজন। নেতাজি, গান্ধিজির পাশাপাশিও ছিলেন একাধিক অপরিচিত বিপ্লবীদের ভাবনা।
এই আয়োজন এর মধ্য দিয়ে একদিকে বিভিন্ন বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে জানতে পারবে, নিজেদের কৃতিত্ব প্রকাশ করা ব্যক্তিদের জীবন চর্চা হবে তাদের কাছে। বিদ্যালয়ের এই আয়োজনে খুশি সকলে।
Ranjan Chanda