Digha Special Train: এই পুজোয় স্পেশাল ট্রেন, দিঘার সঙ্গে জুড়ে যাচ্ছে উত্তরবঙ্গ, দারুণ সুবিধা পর্যটকদের

Last Updated:
Digha Special Train: উত্তরবঙ্গের পর্যটকদের জন্য পুজো স্পেশাল ট্রেন, বাড়তি পর্যটকের আশায় খুশি হকার ও দোকানদাররা।
1/6
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত মালদহ টাউন থেকে দিঘা রুটে চলবে পুজো স্পেশাল ট্রেন। প্রতি শনিবার দুপুরে মালদহ থেকে ছাড়বে এবং রাতে পৌঁছবে দিঘায়। ফিরতি পথে শনিবার রাতেই ছাড়বে দিঘা থেকে। এবার পুজোয় দক্ষিণবঙ্গ থেকে পর্যটকদের যাতায়াত সহজ হওয়ায় দিঘার হোটেল থেকে শুরু করে ক্ষুদ্র দোকানদাররা বেজায় খুশি। কারণ এবার পুজোয় দিঘায় পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। (তথ্য ও ছবি : মদন মাইতি)
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত মালদহ টাউন থেকে দিঘা রুটে চলবে পুজো স্পেশাল ট্রেন। প্রতি শনিবার দুপুরে মালদহ থেকে ছাড়বে এবং রাতে পৌঁছবে দিঘায়। ফিরতি পথে শনিবার রাতেই ছাড়বে দিঘা থেকে। এবার পুজোয় দক্ষিণবঙ্গ থেকে পর্যটকদের যাতায়াত সহজ হওয়ায় দিঘার হোটেল থেকে শুরু করে ক্ষুদ্র দোকানদাররা বেজায় খুশি। কারণ এবার পুজোয় দিঘায় পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
2/6
মালদহ টাউন থেকে দিঘা পর্যন্ত ০৩৪৬৫/০৩৪৬৬ পুজো স্পেশাল ট্রেন চালু করেছে দক্ষিণ-পূর্ব রেল। প্রতি শনিবার দুপুর ১টা ১০ মিনিটে ছাড়বে মালদহ টাউন থেকে এবং রাত ১১টায় পৌঁছবে দিঘায়। ফিরতি পথে রাত ১১টা ৪০ মিনিটে ছাড়বে দিঘা থেকে, পৌঁছবে মালদহ টাউন পরের দিন সকাল ৯টা ২০ মিনিটে। এই স্পেশাল ট্রেন পর্যটকদের কাছে বাড়তি সুবিধা এনে দিচ্ছে দিঘা ভ্রমণে। দিঘার ব্যবসায়ীরা মনে করছেন অন্যান্য বছরের তুলনায় এবছর পুজোয় দিঘায় পর্যটকের সংখ্যাটা অনেকটাই বাড়তে পারে।
মালদহ টাউন থেকে দিঘা পর্যন্ত ০৩৪৬৫/০৩৪৬৬ পুজো স্পেশাল ট্রেন চালু করেছে দক্ষিণ-পূর্ব রেল। প্রতি শনিবার দুপুর ১টা ১০ মিনিটে ছাড়বে মালদহ টাউন থেকে এবং রাত ১১টায় পৌঁছবে দিঘায়। ফিরতি পথে রাত ১১টা ৪০ মিনিটে ছাড়বে দিঘা থেকে, পৌঁছবে মালদহ টাউন পরের দিন সকাল ৯টা ২০ মিনিটে। এই স্পেশাল ট্রেন পর্যটকদের কাছে বাড়তি সুবিধা এনে দিচ্ছে দিঘা ভ্রমণে। দিঘার ব্যবসায়ীরা মনে করছেন অন্যান্য বছরের তুলনায় এবছর পুজোয় দিঘায় পর্যটকের সংখ্যাটা অনেকটাই বাড়তে পারে।
advertisement
3/6
এই বিশেষ ট্রেনের স্টপেজ থাকছে আন্দুল, মেচেদা, তমলুক ও কাঁথি স্টেশনে। ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে দিঘায় পৌঁছান আরও সহজ হবে। পর্যটক সংখ্যা বেড়ে গেলে স্বাভাবিকভাবেই হোটেল বুকিং আরো বাড়বে এবং রেস্তোরাঁ, চায়ের দোকান, সামুদ্রিক খাবারের দোকানগুলোতে ভিড় জমবে। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা মনে করছেন এই উদ্যোগে তাঁদের আয় বাড়বে। পুজোর মরশুমে তাই আশার আলো দেখছেন তাঁরা।
এই বিশেষ ট্রেনের স্টপেজ থাকছে আন্দুল, মেচেদা, তমলুক ও কাঁথি স্টেশনে। ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে দিঘায় পৌঁছান আরও সহজ হবে। পর্যটক সংখ্যা বেড়ে গেলে স্বাভাবিকভাবেই হোটেল বুকিং আরো বাড়বে এবং রেস্তোরাঁ, চায়ের দোকান, সামুদ্রিক খাবারের দোকানগুলোতে ভিড় জমবে। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা মনে করছেন এই উদ্যোগে তাঁদের আয় বাড়বে। পুজোর মরশুমে তাই আশার আলো দেখছেন তাঁরা।
advertisement
4/6
দিঘার সৌন্দর্যের পাশাপাশি এ বছর পর্যটকদের জন্য রয়েছে জগন্নাথ মন্দির দর্শনের সুযোগও। তাই পর্যটনের বাড়তি প্রণোদনা হিসাবে এই ট্রেন বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। পুজোর ছুটিতে পরিবার নিয়ে সমুদ্র উপভোগ করতে আসা মানুষদের যাতায়াত আরও সহজ হবে। ফলে হোটেল মালিকরা মনে করছেন এবছরের সিজনে বুকিং প্রায় পূর্ণ থাকবে। ক্ষুদ্র দোকানদাররা বলছেন, এত বাড়তি সুবিধা পর্যটকের সংখ্যা যেমন দ্বিগুণ করবে ব্যবসাও তেমন দ্বিগুণ হয়।
দিঘার সৌন্দর্যের পাশাপাশি এ বছর পর্যটকদের জন্য রয়েছে জগন্নাথ মন্দির দর্শনের সুযোগও। তাই পর্যটনের বাড়তি প্রণোদনা হিসাবে এই ট্রেন বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। পুজোর ছুটিতে পরিবার নিয়ে সমুদ্র উপভোগ করতে আসা মানুষদের যাতায়াত আরও সহজ হবে। ফলে হোটেল মালিকরা মনে করছেন এবছরের সিজনে বুকিং প্রায় পূর্ণ থাকবে। ক্ষুদ্র দোকানদাররা বলছেন, এত বাড়তি সুবিধা পর্যটকের সংখ্যা যেমন দ্বিগুণ করবে ব্যবসাও তেমন দ্বিগুণ হয়।
advertisement
5/6
এর আগে বালুরঘাট থেকে সরাসরি দিঘা বাস পরিষেবা চালু হয়েছিল। এবার যোগ হল মালদহ টাউন থেকে পুজো স্পেশাল ট্রেন। ফলে উত্তরবঙ্গ থেকে দিঘা পৌঁছান আরও সহজ হয়ে গেল। পর্যটকরা দিঘা ভ্রমণ নিয়ে আরো বেশি আগ্রহী হবেন। আর তাই এই বাড়তি সংযোগ সরাসরি প্রভাব ফেলবে দিঘার হোটেল-রেস্তোরাঁ গুলোতে। স্থানীয় হকার থেকে শুরু করে খেলনা, সামুদ্রিক খাবার বিক্রেতা, সবাই মনে করছেন এবছর বিক্রি আরও বাড়বে।
এর আগে বালুরঘাট থেকে সরাসরি দিঘা বাস পরিষেবা চালু হয়েছিল। এবার যোগ হল মালদহ টাউন থেকে পুজো স্পেশাল ট্রেন। ফলে উত্তরবঙ্গ থেকে দিঘা পৌঁছান আরও সহজ হয়ে গেল। পর্যটকরা দিঘা ভ্রমণ নিয়ে আরও বেশি আগ্রহী হবেন। আর তাই এই বাড়তি সংযোগ সরাসরি প্রভাব ফেলবে দিঘার হোটেল-রেস্তোরাঁ গুলোতে। স্থানীয় হকার থেকে শুরু করে খেলনা, সামুদ্রিক খাবার বিক্রেতা, সবাই মনে করছেন এবছর বিক্রি আরও বাড়বে।
advertisement
6/6
দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র বলেন, “মালদহ টাউন থেকে পুজো স্পেশাল ট্রেন চালু হওয়ায় দিঘায় পর্যটকের ভিড় এবছর আরও বাড়বে বলে আমরা নিশ্চিত। পর্যটক বাড়লে শুধু হোটেল নয়, ছোট দোকান, রেস্তোরাঁ, বাজার সব জায়গায় ব্যবসা বাড়বে। এবারের পুজোয় তাই দিঘা একেবারে জমজমাট হবে বলে আমরা আশা করছি।”
দিঘা-শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র বলেন, “মালদহ টাউন থেকে পুজো স্পেশাল ট্রেন চালু হওয়ায় দিঘায় পর্যটকের ভিড় এবছর আরও বাড়বে বলে আমরা নিশ্চিত। পর্যটক বাড়লে শুধু হোটেল নয়, ছোট দোকান, রেস্তোরাঁ, বাজার সব জায়গায় ব্যবসা বাড়বে। এবারের পুজোয় তাই দিঘা একেবারে জমজমাট হবে বলে আমরা আশা করছি।”
advertisement
advertisement
advertisement