কুম্ভমেলায় এসে মারা যান বেঙ্গালুরুর যুবক অন্তরীক্ষ। তিনদিন আগে ছেলেকে নিয়ে কর্ণাটক থেকে পুণ্যস্নান করতে এসেছিলেন শুভ্রা ভাসুকি। সঙ্গে ছিল অ্যাটাচি, ছোট টাকার ব্যাগ। এদিকে চোখের সামনে ছেলের মৃত্যু দেখে অজ্ঞান হয়ে যান মা। এরপর উত্তরপ্রদেশ পুলিশের একটি দল ব্যাগ থেকে উদ্ধার করে হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের একটি ভিজিটিং কার্ড।
advertisement
এরপরই উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে ফোন আসে এখানে। এই ঘটনা নিয়ে হ্যাম রেডিও ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ”উত্তর প্রদেশ পুলিশের থেকে ফোন এসেছিল ওই মহিলা বা ওই যুবক পরিচিত কিনা তা জানতে। এরপরই শুরু হয় পরিচয় জানার কাজ। পরে হ্যাম রেডিও বেঙ্গালুরুর মঞ্জু নাথ পরিচয় নিশ্চিত করেন। এ নিয়ে তাঁরা জানান, গর্ব হচ্ছে এই দেখে যে, ভিন রাজ্যের এক প্রবীণ মহিলা বাংলার হ্যামদের কতটা ভরসা করতে পারেন যে, তার টাকার ব্যাগে রাখা আমাদের ঠিকানা। হয়তো তিনি ভেবেছিলেন, যদি মেলায় হঠাৎ বিপদে পড়ি তখন হ্যাম-ই ভরসা।”
এই ঘটনার পর হ্যাম রেডিওর সহযোগিতায় পোস্টমর্টেম রিপোর্ট-সহ ডেথ সার্টিফিকেট মিলেছে। বুধবার সকালেই কুম্ভ মেলা থেকে ছেলের নিথর মৃতদেহ নিয়ে বিশেষ বিমানে করে বাড়ি ফিরবেন তাঁরা। কুম্ভমেলায় পশ্চিমবঙ্গ হ্যাম রেডিও এভাবে মানুষের পাশে দাঁড়াতে পেরেছে এতেই খুশি তাঁরা।
নবাব মল্লিক