জানা গিয়েছে, ভাটপাড়া থানার অন্তর্গত নারায়ণপুর টালিখোলা এলাকায় তপন কান্তি মূহুরি ও তার স্ত্রী বাবলি মূহুরি গত ১০ তারিখ কুম্ভ স্নানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সাজিরহাট এলাকার এক ট্রাভেল এজেন্সির সঙ্গে বাসে বুধবার ভোর বেলায় তাঁরা পৌঁছেছিলেন কুম্ভে। পৌঁছে বাড়িতেও ফোন করেছিলেন।
আরও পড়ুন: নরেন্দ্র মোদির বিমানে জঙ্গি হামলার হুমকি! তদন্তে নেমে পুলিশ কাকে ধরল জানেন, আঁতকে উঠবেন শুনে
advertisement
তবে, সেই শেষ কথা। এর কিছু সময় পরই বাবলিদেবী স্নান করতে গিয়ে ডুব দিলেও আর ওঠেননি জল থেকে। জলে তলিয়ে যান বছর পঞ্চান্নর বাবলি মূহুরি। বেশ কিছু সময় পর তাঁর দেহ উদ্ধার হওয়ার পর, স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এরপরই সেই দুর্ঘটনার খবর পৌঁছয় ভাটপাড়ার বাড়িতে। মুহূর্তেই এলাকায় নামে শোকের ছায়া। এখন দেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।
—- Rudra Narayan Roy