আরও পড়ুন: হাসপাতালের বেডে ফেলে দিয়ে গিয়েছিল, HIV আক্রান্তকে প্রাণে বাঁচালেন সরকারি ডাক্তার’রা
এই মেলায় প্রতি বছর ভিড় করেন লক্ষ লক্ষ মানুষ। কী নেই এই মেলায়? ছুরি, কাঁচি থেকে শুরু করে খেলনার দোকান। রয়েছে রকমারি খাবারের দোকান থেকে পুরানো জিনিসের দোকান সমস্ত কিছুই পাবেন পাথরপ্রতিমার এই শিবরাত্রির মেলায়। ১১০ বছর আগে স্থানীয় জমিদার পরিবারের লোকজন স্বপ্নাদেশ পেয়ে নদীর ধারে জঙ্গল পরিষ্কার করে এই স্থানের সন্ধান পান। সেই থেকে এলাকার নাম হয় শিব গোবিন্দপুর। এখানের শিবঠাকুর খুবই জাগ্রত, এমনই মত স্থানীয়দের।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মেলায় এই কয়েকটা দিন সেখানে লক্ষ লক্ষ মানুষ আসেন। স্থানীয়দের কাছে এই মেলা একটি উৎসবের মত। এক মাস সকলে আনন্দ করেন মেলায় এসে। প্রতিদিন সন্ধে হলেই মানুষ দল বেঁধে এই মেলায় আসতে থাকে। এখানে আসতে হলে আপনাকে পাথরপ্রতিমার রামগঙ্গায় পৌঁছতে হবে। সেখান থেকে শিব গোবিন্দপুর। নদীর পাড়ে বসা এই মেলা আপনাকে মুগ্ধ করবেই। তাহলে আর দেরি কীসের, মেলা শেষ হওয়ার আগেই ঘুরে আসুন এই মেলা থেকে।
নবাব মল্লিক