আরও পড়ুন: ২৫ দিন ধরে বন্ধ গ্রামের রাস্তা, হেলদোল নেই কারোর!
রাজ্যজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন শিব মন্দিরের মধ্যে অন্যতম হল বর্ধমানের ১০৮ শিবমন্দির। এই মন্দিরেই শুক্রবার রাতে উপচে পড়ল বহু মানুষের ভিড়। রাত ১০ টা পেরিয়ে গেলেও শুক্রবার বহু ভক্তকে জল নিয়ে বর্ধমানের ১০৮ মন্দিরে প্রবেশ করতে দেখা যায়। মন্দির চত্বরে রীতিমত পা রাখার জায়গা ছিল না বললেই চলে। জল ঢালার জন্য দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে ছিলেন বহু মানুষ। যত রাত বাড়ছিল যেন ততই বেড়ে চলেছিল ভক্তদের ভিড়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
শিবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে বর্ধমানের ১০৮ শিব মন্দির। শুক্রবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল মানুষের আনাগোনা। শনিবার সকালেও এখানে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গিয়েছে। তবে বর্ধমানের এই মন্দির নামে ১০৮ হলেও, আদতে রয়েছে ১০৯ টি মন্দির। জপমালার মত ছড়িয়ে আছে ১০৮ টি শিব মন্দির এবং একটি রয়েছে কিছুটা দূরে। বর্ধমান শহরের নবাবহাট এলাকার এই শতাব্দী প্রাচীন মন্দিরে সারা বছরই ভিড় জমান পুণ্যার্থীরা। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন অনন্য এই স্থাপত্য শৈলীর টানে। জানা যায় কলকাতা, আসানসোল, দুর্গাপুর সহ ভিন রাজ্য থেকেও বহু ভক্ত এই মন্দিরে এসে উপস্থিত হন। এই মন্দিরের প্রধান পুরোহিত দেবীপ্রসাদ মুখার্জী বলেন, আজ থেকে প্রায় ২৩৪ বছর আগে লক্ষাধিক টাকা ব্যয়ে এই অনন্য স্থাপত্যটি নির্মাণ করেছিলেন বর্ধমানের তৎকালীন মহারানি বিষ্ণুকুমারী দেবী। ১৭৮৮ সালে এই মন্দির নির্মাণ শুরু হয় এবং শেষ হয় ১৭৯০ সালে। তবে এই মন্দির কেন প্রতিষ্ঠা করা হয়েছিল তা নিয়ে বিভিন্ন মত রয়েছে।
বনোয়ারীলাল চৌধুরী