আরও পড়ুন: আচমকাই কোচবিহার শহরকে ঘিরে ফেলল পুলিশ! বিপুল তৎপরতার কী কারণ জানুন…
বহরমপুর মেলাতে হুগলি থেকে আগত জিৎ কুমার ম্যাজিক শো দেখাচ্ছেন। পাশাপাশি বিক্রি করছেন ম্যাজিক আইটেম। যেগুলোর দাম ৫০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত। তাসের ম্যাজিক, দেশলাই কাঠির কারিকুরির মত ঘরোয়া জিনিসপত্র তো বিক্রি হচ্ছেই, এমনকি বড় মঞ্চ অনুষ্ঠানের জন্যও পাওয়া যাচ্ছে ম্যাজিক আইটেম। যেগুলোর দাম শুরু পাঁচ হাজার টাকা থেকে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
বাড়িতে এটা, ওটা ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি করে ফেলা যায় ম্যাজিকের সরঞ্জাম। আর কয়েকবার অনুশীলন করে যদি হাত পাকিয়ে নেওয়া যায় তাহলে বন্ধুবান্ধব বা পারিবারিক অনুষ্ঠানে মজার ছলে সেই সব দেখিয়ে বাহবাও কুড়োতে পারেন। তাই ভাল করে এই ভিডিওটি দেখুন। কীভাবে ম্যাজিক দেখানোর খেলা চলছে তা লক্ষ্য রাখুন। আপনার বাড়িতে থাকা কয়েকটি জিনিস দিয়েই আপনারা বানিয়ে ফেলতে পারবেন দরকারি উপকরণ।
কৌশিক অধিকারী