Bengali News: আচমকাই কোচবিহার শহরকে ঘিরে ফেলল পুলিশ! বিপুল তৎপরতার কী কারণ জানুন...
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
সকাল থেকেই অল্প অল্প করে পুলিশ আসতে শুরু করে এলাকায়। তারপর সন্ধের আগেই ওই ব্যবসায়ীর দুটি বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ঘিরে ফেলেন প্রচুর পুলিশকর্মী
কোচবিহার: বৃহস্পতিবার রাতে আচমকাই কড়া পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হল কোচবিহার শহরকে। সন্ধের অন্ধকার নামতেই সদর শহরের রাস্তায় দেখা গেল কড়া পুলিশি নিরাপত্তা। পুলিশের উচ্চপদস্থ কর্তাদের একের পর এক গাড়ি শহরের রাস্তায় ঘুরে বেড়াতে শুরু করে। হঠাৎ এই দৃশ্য দেখে চাঞ্চল ছড়ায় শহরবাসীর মনে।
কোচবিহার শহরকে আচমকাই কড়া পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা নিয়ে নানারকম গুজব ছড়াতে শুরু করে মানুষের মধ্যে। যদিও কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে কোনও কিছু জানানো হয়নি। তবে লক্ষণীয়ভাবে কোচবিহার শহরের এক বড় ব্যবসায়ীর দুটি বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে ছিল কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপ। তারপর আচমকাই সেই ব্যবসায়ীকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয় শহরের কোতোয়ালি থানায়।
advertisement
advertisement
বিষয়টি নিয়ে ওই ব্যবসায়ীর বাড়ির এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, এদিন সকাল থেকেই অল্প অল্প করে পুলিশ আসতে শুরু করে এলাকায়। তারপর সন্ধের আগেই ওই ব্যবসায়ীর দুটি বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ঘিরে ফেলে প্রচুর পুলিশ। তবে এর কারণ কী তা কেউ জানে না। এরপর সন্ধের সময় আচমকাই জনৈক ওই ব্যবসায়ী স্বর্নেন্দু ঘোষ ওরফে বামা-কে বাড়ি থেকে আটক করে পুলিশ। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় অন্য আরেকটি বাড়ির উদ্দ্যেশ্যে। তারপর সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় ব্যবসায়িক প্রতিষ্ঠানে। সবশেষে পুলিশের গাড়িতে বসিয়ে কড়া নিরাপত্তায় তাঁকে নিয়ে যাওয়া হয় কোচবিহারের কোতোয়ালি থানায়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
যদিও গোটা বিষয়টি নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে এই খবর লেখা পর্যন্ত কিছু জানানো হয়নি। এছাড়া গোটা ঘটনা নিয়ে রীতিমত মুখে কুলুপ এঁটেছেন ব্যবসায়ীর পরিবারের সদস্যরাও।
সার্থক পণ্ডিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2024 10:53 AM IST