জানা গেছে, লোন পাইয়ে দেওয়া নাম করে দুজন অপরিচিত ব্যক্তি ওই বাড়িতে এসে কাগজপত্র এবং দুটি ক্যানসেল চেক নেয়। এক প্রাইভেট লিমিটেড কোম্পানির নামে একটি ক্যানসেল চেক ও একটি ১৯৯ টাকার চেক সইও করিয়ে নিয়ে সায়ন্তন গুড়িয়াকে দিয়ে।
আরও পড়ুন: কালবৈশাখীতে এ কী রূপ দিঘার! লন্ডভন্ড চারিদিক, চূড়ান্ত সতর্ক পর্যটকরাও! দেখুন সেইসব ছবি...
advertisement
কিন্তু চেক-এ সই করার সময় তাদের পেনেই সই করতে বাধ্য করে। পরবর্তীতে দেখা যায় তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রথম দফায় ৯৫৫০০ এবং দ্বিতীয় দফায় ৪৮৫০০ টাকা দুই ব্যক্তি সই জাল করে টাকা তুলে নিয়েছে। ক্যানসেল চেক ও মাত্র ১৯৯ টাকার চেক লিখে দেওয়ার পরেও কীভাবে লক্ষাধিক টাকা জালিয়াতি করল তা নিয়েই হতবাক সকলে।
আরও পড়ুন: নওশাদকে মারা ওই ব্যক্তি পূর্বপরিচিত? যা তথ্য সামনে এল, চমকে উঠল পুলিশও! কে ওই ব্যক্তি?
এই ঘটনার পরই মহিষাদল থানার দারস্ত হয়েছেন ওই ব্যবসায়ী। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।