পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার পাড়া থানার নডিহা গ্রামে ওই প্রেমিকার আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল পরীক্ষার হল থেকে উধাও হয়ে যাওয়া মাধ্যমিক পরীক্ষার্থী ও তার কলেজ পড়ুয়া প্রেমিকা। পুরুলিয়া সদর থানার পুলিশ এই খবর পাওয়া মাত্রই পাড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে সেখান থেকে রবিবার রাতে তাদেরকে উদ্ধার করে।
আরও পড়ুন: ঘুটঘুটে অন্ধকার! তাও যেন দিনের আলোর মতো স্পষ্ট, নাইট ভিশনওয়ালা এই প্রাণীদের কথা জানতেন?
advertisement
অপহরণের অভিযোগে অভিযুক্ত কলেজ পড়ুয়া প্রেমিকাকে আটক করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। সোমবার অভিযুক্ত কলেজ ছাত্রীকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তাকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ ১৪ দিনের জেল হেফাজত নির্দেশ দেয় আদালত। এ বিষয়ে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, মাধ্যমিক পরীক্ষার্থী দেবাশিস মাঝি ও কলেজ পড়ুয়া ছাত্রী, দু’জনকেই উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
গত শনিবার মাধ্যমিকের দ্বিতীয় ভাষা ইংরাজি পরীক্ষার দিন পুরুলিয়া শহরের চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে সিট পড়া কান্টাডি শিক্ষাসত্র হাইস্কুলের ছাত্র তথা আড়শার পাতুয়ারা গ্রামের বাসিন্দা, মাধ্যমিক পরীক্ষার্থী আচমকাই পরীক্ষার হল থেকে উধাও হয়ে যায়। ঘটনার পরেই হুলস্থুল বেঁধে যায়। স্কুলের ক্যাম্পাসের চারদিক খুঁজে, সিসিটিভি ফুটেজ হাতড়েও ওই পরীক্ষার্থীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।
এরপরে ওই পরীক্ষার্থীর পরিবারকে বিষয়টি জানানো হয়। মাধ্যমিক পরীক্ষার্থীর বাবার অভিযোগ, তার ছেলে দেবাশিসকে তার কলেজ পড়ুয়া প্রেমিকা নিয়ে পালিয়েছে। এই মর্মে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা সীতারাম মাঝি পুরুলিয়া সদর থানায় ওই কলেজ ছাত্রীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশি তদন্তের পর রবিবার রাত ন’টা নাগাদ পাড়ার নডিহা থেকে উদ্ধার করে তাদের দু’জনকে পুরুলিয়া সদর থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় জেলা জুড়ে শোরগোল বেঁধে যায়। ওই মাধ্যমিক পরীক্ষার্থী-সহ কলেজ প্রেমিকাকে দ্রুত উদ্ধার করা বড় চ্যালেঞ্জ ছিল পুলিশের কাছে। আর মাত্র ৩৫ ঘণ্টার মধ্যে তাদের উদ্ধার করে বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা পুলিশ। পুরুলিয়া সদর থানার পুলিশের টিম ওয়ার্কের প্রশংসায় পঞ্চমুখ জেলার মানুষেরাও।
শর্মিষ্ঠা ব্যানার্জি