TRENDING:

Madhyamik Result 2025: পরপর তিনবছর শূন‍্য! মাধ্যমিকের মেধাতালিকায় নেই ১ জনও পড়ুয়া? কেন এই দশা মুর্শিদাবাদের?

Last Updated:

Madhyamik Result 2025: এই জেলায় কি শিক্ষার হার কমছে? নাকি ভাল ফল করতে পারছেন না পড়ুয়ারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা হিসেবেই পরিচিত। তবে এই জেলায় কি শিক্ষার হার কমছে? নাকি ভাল ফল করতে পারছেন না পড়ুয়ারা। পরপর তিন বছর মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় নেই মুর্শিদাবাদ জেলার কোনও পরীক্ষার্থী।
advertisement

২০২৩ সালের এবং ২০২৪ সালের মাধ্যমিকেও পর্ষদ থেকে ঘোষিত মেধাতালিকায় মুর্শিদাবাদ জেলার কোনও পরীক্ষার্থীর নাম ছিল না। এই বছর ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে শুক্রবার। সেই মেধাতালিকাতেও মুর্শিদাবাদ জেলার কোনও পড়ুয়ার নাম নেই। এই বছর প্রথম দশের মেধাতালিকায় নাম রয়েছে ৬৬ জনের। তবে সেই তালিকা মুর্শিদাবাদ শূন্য।

আরও পড়ুন: গনগনে রোদের তাপে তেতে পুড়ে যাচ্ছে ছাদ! ছাদের নীচের তলায় টেকাই দায়…সহজ ২ উপায়ে জল ছাড়াই সারাদিন ঠান্ডা থাকবে

advertisement

মুর্শিদাবাদ জেলায় পাশের হার এবছর ৭৯.০২%। ২০২৩, ২০২৪ সালের পর ২০২৫ – পরপর তিন বছর মাধ্যমিকের মেধা তালিকায় মুর্শিদাবাদ শূন্য কেন? এই ব্যর্থতার দায় কার? সরকারি স্কুলের পরিকাঠামোর অভাব, লাগামছাড়া ছুটি নাকি বিষয় ভিত্তিক শিক্ষকের অভাব? প্রশ্ন উঠছে। গত তিনবছর আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সেরা দশে মেধা তালিকায় থাকতো মুর্শিদাবাদ।

advertisement

মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে কান্দি, রঘুনাথগঞ্জ সর্বত্রই স্কুলের মেধা তালিকা থাকতো শীর্ষে। কিন্তু গত তিনবছর ধরে চিত্র একবারে পাল্টে গিয়েছে। এবছর মুর্শিদাবাদ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৪ হাজার ৪৪৮। যার মধ্যে ছাত্র সংখ্যা ছিল ৪১,৬৯৫। ছাত্রী সংখ্যা ছিল ৫২,৭৫৩। এমনিতেই ছাত্র সংখ্যা কমছে। বাড়ছে স্কুল ছুটের সমস্যা।

আরও পড়ুন: শুক্রের নক্ষত্র পরিবর্তনে ভাগ‍্য খুলবে ৪ রাশির! মে মাসেই লাফিয়ে লাফিয়ে বাড়বে ব‍্যাঙ্ক ব‍্যালেন্স

advertisement

পড়াশোনার মান কি কমছে? পিছিয়ে পড়ার কারণ কী?

হরিহরপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার শ্বাসমল বলেন, ”রেজাল্ট নির্ভর করছে ছাত্র ছাত্রীদের উপরেই। তারা নিজেরা কতটা পরিশ্রম করে তৈরি হতে পারছে। জীবনের প্রথম বড় পরীক্ষার চ্যালেঞ্জ উতরে যারা সফল হচ্ছে , তারা সফলতা পাচ্ছে। মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে নিজেদের হয়তো ত্রুটি, বিচ্যুতি, ঘাটতি থাকছেই। আশাবাদী আগামী দিনে এই খরা কাটিয়ে উঠতে পারব”। জেলা অবর বিদ্যালয় পরিদর্শক জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলাতে মাধ্যমিকে পাশের হার ভাল। তবে সেরা দশে কেন আসতে পারেনি জানা নেই। যদিও শিক্ষার হার অনেকটাই ভাল এখন বর্তমানে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Result 2025: পরপর তিনবছর শূন‍্য! মাধ্যমিকের মেধাতালিকায় নেই ১ জনও পড়ুয়া? কেন এই দশা মুর্শিদাবাদের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল