এর পর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও খোঁজ না মেলায়, পরিবার হালিশহর থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে। ইতিমধ্যেই ছাত্রকে খোঁজার জন্য তদন্তে নেমেছে পুলিশ। তবে পরিবার ও এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পড়াশোনায় ভাল হলেও, তার আসক্তি ছিল মোবাইল গেমে। যা নিয়ে মায়ের কাছেও বকুনি খেত সে। যে গ্যারেজ থেকে উদ্ধার হয়েছে তার সাইকেল সেই গ্যারেজ মালিক জানান, রবিবার রাতে হন্তদন্ত হয়ে আসে ওই ছাত্র। বলেছিল সোমবার রাতে সাইকেল নেবে, কিন্তু আর আসেনি। পরে হালিশহরের মাধ্যমিক পরীক্ষার্থী নিখোঁজের খবর পেয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় গ্যারাজ কর্তৃপক্ষের তরফে।
advertisement
পুলিশ বাড়ির লোকদের নিয়ে এসে সাইকেলটি উদ্ধার করে নিয়ে যায়। তবে স্টেশন এলাকায় সাইকেল উদ্ধার হওয়ায় পুলিশের ধারণা সাইকেল রেখে ট্রেনে চেপে অন্য কোথাও গিয়েছে ওই ছাত্র। তবে কি মোবাইল গেমের টানেই ওই ছাত্র অন্য কোথাও চলে গিয়েছে? এখন সে সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা। শিয়ালদা স্টেশন-সহ অন্যান্য জায়গারও সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানো হচ্ছে ওই ছাত্রকে খোঁজার জন্য। তবে উদ্বিগ্ন পরিবার, পরিবারের তরফ থেকে জানানো হয়েছে হয়তো তাকে কোথাও আটকে রাখা হয়ে থাকতে পারে। যদিও পুলিশ সব দিক থেকে তদন্ত করছে নিখোঁজ ছাত্রর হদিস পাওয়ার।