TRENDING:

Madhyamik Examinee Missing: স্টেশনের কাছে গ্যারেজে পড়ে সাইকেল...এখনও সন্ধান মিলল না হালিশহর থেকে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থীর

Last Updated:

Madhyamik Examinee Missing: এখনও খোঁজ মেলেনি হালিশহরের নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থীর, মোবাইল গেমের টানেই কি বাড়ি ছাড়া জোরালো হচ্ছে সেই তত্ত্ব

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: হালিশহর থেকে মাধ্যমিক পরীক্ষার্থী নিখোঁজ হওয়ার পর কেটে গিয়েছে ছয় দিনেরও বেশি সময়। এখনও হদিশ মিলল না অর্কদ্যুতি সরকারের। চরম উৎকণ্ঠার প্রহর গুনছে পরিবার। তবে ইতিমধ্যেই হালিশহর স্টেশন এলাকার এক গ্যারেজ থেকে উদ্ধার হয়েছে তার সাইকেল। জানা গিয়েছে, মাধম্যিক পরীক্ষার ঠিক আগের দিন রাতে বাড়ি থেকে জেরক্স করার নাম করে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় মেধাবী ওই ছাত্র।
নিখোঁজ ছাত্র উদ্বিগ্ন পরিবার
নিখোঁজ ছাত্র উদ্বিগ্ন পরিবার
advertisement

এর পর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও খোঁজ না মেলায়, পরিবার হালিশহর থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে। ইতিমধ্যেই ছাত্রকে খোঁজার জন্য তদন্তে নেমেছে পুলিশ। তবে পরিবার ও এলাকাবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পড়াশোনায় ভাল হলেও, তার আসক্তি ছিল মোবাইল গেমে। যা নিয়ে মায়ের কাছেও বকুনি খেত সে। যে গ্যারেজ থেকে উদ্ধার হয়েছে তার সাইকেল সেই গ্যারেজ মালিক জানান, রবিবার রাতে হন্তদন্ত হয়ে আসে ওই ছাত্র। বলেছিল সোমবার রাতে সাইকেল নেবে, কিন্তু আর আসেনি। পরে হালিশহরের মাধ্যমিক পরীক্ষার্থী নিখোঁজের খবর পেয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় গ্যারাজ কর্তৃপক্ষের তরফে।

advertisement

আরও পড়ুন : ‘চটচটে জিনিসে ঢাকল শরীর, চারদিকে ঘন নীল-সাদা রং…’! ডিঙিনৌকো সমেত তাঁকে তিমিমাছের গিলে ফেলার পর ভয়াবহ অভিজ্ঞতা তরুণের! দেখুন গায়ে কাঁটা দেওয়া ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

পুলিশ বাড়ির লোকদের নিয়ে এসে সাইকেলটি উদ্ধার করে নিয়ে যায়। তবে স্টেশন এলাকায় সাইকেল উদ্ধার হওয়ায় পুলিশের ধারণা সাইকেল রেখে ট্রেনে চেপে অন্য কোথাও গিয়েছে ওই ছাত্র। তবে কি মোবাইল গেমের টানেই ওই ছাত্র অন্য কোথাও চলে গিয়েছে? এখন সে সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা। শিয়ালদা স্টেশন-সহ অন্যান্য জায়গারও সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালানো হচ্ছে ওই ছাত্রকে খোঁজার জন্য। তবে উদ্বিগ্ন পরিবার, পরিবারের তরফ থেকে জানানো হয়েছে হয়তো তাকে কোথাও আটকে রাখা হয়ে থাকতে পারে। যদিও পুলিশ সব দিক থেকে তদন্ত করছে নিখোঁজ ছাত্রর হদিস পাওয়ার।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Madhyamik Examinee Missing: স্টেশনের কাছে গ্যারেজে পড়ে সাইকেল...এখনও সন্ধান মিলল না হালিশহর থেকে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল