Viral Video: ‘চটচটে জিনিসে ঢাকল শরীর, চারদিকে ঘন নীল-সাদা রং...’! ডিঙিনৌকো সমেত তাঁকে তিমিমাছের গিলে ফেলার পর ভয়াবহ অভিজ্ঞতা তরুণের! দেখুন গায়ে কাঁটা দেওয়া ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video of Whale Gulping Kayakar : তাঁর চোখের সামনেই তিমিমাছের পেটে চলে যায় ছেলে আদ্রিয়ান। একটুও বিচলিত না হয়ে পুরো ঘটনার রেকর্ডিং করেন তিনি। একবারের জন্য হাতও কাঁপেনি ডেলের। মোবাইলে রেকর্ডিং করতে করতেই তিনি অবিচলিত কণ্ঠে স্প্যানিশ ভাষায় বলে যান, ‘রিল্যাক্স’, ‘রিল্যাক্স’।

ডিঙি নৌকো সমেত আদ্রিয়ানকে গিলে নিল দৈত্যাকার হাম্পব্যাক হোয়েল
ডিঙি নৌকো সমেত আদ্রিয়ানকে গিলে নিল দৈত্যাকার হাম্পব্যাক হোয়েল
কায়াক বা ডিঙি নৌকো-সহ এর তরুণ চালককেও আস্ত গিলে ফেলল তিমি। এই রোমহর্ষক ঘটনা দক্ষিণ চিলির। শিউরে ওঠার মতো এই ঘটনা ঘটেছে ম্যাগেলান প্রণালীতে সান ইসিদ্রো লাইটহাউসের কাছে গভীর সমুদ্রে। সবথেকে আশ্চর্য হল, নিজের মোবাইলে পুরো ঘটনার ভিডিও রেকর্ডিং করেছেন ওই তরুণের বাবা। প্রথম থেকেই ছেলে আদ্রিয়ান সিমানকাসের কায়াকিং বা উত্তাল ঢেউয়ের সঙ্গে যুঝে ডিঙি চালানোর রেকর্ডিং করছিলেন তাঁর বাবা ডেল। তাঁর চোখের সামনেই তিমিমাছের পেটে চলে যায় ছেলে আদ্রিয়ান। একটুও বিচলিত না হয়ে পুরো ঘটনার রেকর্ডিং করেন তিনি। একবারের জন্য হাতও কাঁপেনি ডেলের। মোবাইলে রেকর্ডিং করতে করতেই তিনি অবিচলিত কণ্ঠে স্প্যানিশ ভাষায় বলে যান, ‘রিল্যাক্স’, ‘রিল্যাক্স’।
ডেলের ভিডিও এখন ঝড়ের বেগে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে উত্তাল সমুদ্রে কায়াকিং করছেন এক যুবক। আচমকাই জলোচ্ছ্বাসের সঙ্গে দেখা গেল তিমিমাছের বিশাল লেজ। ডিঙি নৌকো সমেত আদ্রিয়ানকে গিলে নিল দৈত্যাকার হাম্পব্যাক হোয়েল। কয়েক সেকেন্ড পরই নৌকো ও আদ্রিয়ানকে উগরে দেয় সেই তিমি। আক্ষরিক অর্থেই মৃত্যুমুখ থেকে ফিরে এসে সাঁতরে বাবার নৌকোয় উঠে পড়েন আদ্রিয়ান।
advertisement
আরও পড়ুন : ১২০০ কেজি ওজনের ‘গুপ্তচর’ তিমি! রহস্যাবৃতভাবে মৃত বিশাল প্রাণী! ঢেউয়ে ভেসে এলে দেহ
কেমন লাগল তিমিমাছের মুখগহ্বরে ঢুকে? আদ্রিয়ান জানিয়েছেন তাঁর সারা শরীর চটচটে পিচ্ছিল পদার্থে ঢেকে গিয়েছিল। চোখের চারপাশে শুধু ঘন নীল আর সাদা রঙ দেখছিলেন। ধরেই নিয়েছিলেন তিনি মারা যাচ্ছেন। তিমি তাঁকে নৌকোসমেত উগরে দেওয়ার পর প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না। তার পর প্রাণ বাঁচাতে ঊর্ধ্বশ্বাসে উল্টো দিকে সাঁতার কাটতে শুরু করেন।
advertisement
advertisement
আরও পড়ুন : নদীতে মিশছে ছাই! মাছ মরে যাওয়ার আশঙ্কা! মুড়িগঙ্গায় ডুবন্ত বাংলাদেশি বার্জ থেকে বিপদের অশনিসঙ্কেত
সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞদের মতে, হাম্পব্যাক তিমিমাছ ইচ্ছাকৃতভাবে মানুষ শিকার করে না। এই প্রাণীর কণ্ঠনালী অপরিসর ও সঙ্কীর্ণ। ফলে তিমি যেভাবে খায়, অর্থাৎ সরাসরি গলাধঃকরণ করা, সেভাবে মানুষকে গিলে নেওয়া যাবে না৷ তাই ভুল করে আদ্রিয়ানকে গিলে ফেলার কয়েক সেকেন্ড পরই উগরে দেয় তিমিমাছ৷
advertisement
advertisement
প্রসঙ্গত ম্যাগেলান প্রণালী তার প্রাণীবৈচিত্রের জন্য পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় ও পছন্দের৷ প্রখর গ্রীষ্মেও এই প্রণালীর জলের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি ওঠে না৷ সেখানে এই ভয়াবহ অভিজ্ঞতার পর আবার যাবেন কায়াকিং করতে? দুঃসাহসী পিতাপুত্রের জুটি ডেল-আদ্রিয়ানে উত্তর, ‘নিশ্চয়ই!’
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ‘চটচটে জিনিসে ঢাকল শরীর, চারদিকে ঘন নীল-সাদা রং...’! ডিঙিনৌকো সমেত তাঁকে তিমিমাছের গিলে ফেলার পর ভয়াবহ অভিজ্ঞতা তরুণের! দেখুন গায়ে কাঁটা দেওয়া ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement