জানা যায়, কুমদিনি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তিথি হালদার। বাড়ি থেকে পরীক্ষা সেন্টারে যাওয়ার পথে টোটোর সঙ্গে অ্যাক্সিডেন্ট হওয়ায় পায়ে ও মাথায় গুরুতর আঘাত পান। পাছে পরীক্ষা নষ্ট হয় সেই আতঙ্কে, আঘাত নিয়েই সে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেয়। ছাত্রীর এমন পরিস্থিতি দেখে খবর যায় পৌরসভায়। চিকিৎসার জন্য এরপর পৌরসভার স্বাস্থ্য দফতরের কর্মীরা পৌঁছান পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা শেষে ছাত্রীকে অ্যাম্বুলেন্সে করে পৌরসভার স্বাস্থ্যদ্বীপে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করেন তারা।
advertisement
আরও পড়ুন: মায়েরা এমনই হয়! ড্রেনে পড়ে যাওয়া শাবককে উদ্ধার করল মা হাতি! ভিডিও চমকে দেবে
আহত ছাত্রীর মা জানান, বনগাঁ গৌরী সুন্দর স্কুলে মেয়ের সিট পড়েছিল। সাইকেলে করে মেয়েকে নিয়ে যাচ্ছিলাম। সে সময় টোটো এসে ধাক্কা মারে। সাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় ও পায়ে আঘাত লেগেছে। ওই অবস্থাতেই ও পরীক্ষা দেয়। এরপর পৌরসভার কর্মীরা তাকে এনে চিকিৎসার ব্যবস্থা করে। বিষয়টি নিয়ে বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ জানান, আমরা সব রকম ভাবে ছাত্রীটির পাশে দাঁড়িয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেছি। এক্সরে সহ চিকিৎসার পর এখন ছাত্রীটি সুস্থ রয়েছে। পরবর্তীতে তার বাকি পরীক্ষার ক্ষেত্রে যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন পৌর প্রধান।
Rudra Narayan Roy






