Viral Video: মায়েরা এমনই হয়! ড্রেনে পড়ে যাওয়া শাবককে উদ্ধার করল মা হাতি! ভিডিও চমকে দেবে
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:BUDDHADEV BERA
Last Updated:
Viral Video: সন্তানের জন্য মা নিজের জীবন দিয়ে দিতে পারে! তা আবারও প্রমাণ করল ঝাড়গ্রামের এই হাতি! ভিডিও ভাইরাল
ঝাড়গ্রাম : রাস্তা পারাপার করার সময় ড্রেনে পড়ে গিয়েছিল হস্তি শাবক। নিজেদের বুদ্ধিমত্তার সাহায্যে ড্রেনে পড়ে যাওয়া শাবককে উদ্ধার করল মা সহ তিনটি হাতি। উদ্ধারের ঘটনায় সাক্ষী থাকল এলাকার মানুষজন। বুধবার সকালে ২৫ টি হাতির একটি দল রাস্তা পারাপার করে জঙ্গলে ফিরছিল। সব হাতিগুলি রাস্তা পেরিয়ে গেলেও রাস্তার পাশে থাকা আড়াই থেকে তিন ফুটের একটি পাকা ড্রেনে ঢুকে যায় একটি শাবক।ড্রেন পড়ে যাওয়া শাবককে উদ্ধার করার চেষ্টা করে মা হাতি। ততক্ষণে অন্য হাতি গুলি জঙ্গলের দিকে রওনা দেয়। মা হাতিকে সাহায্য করতে এগিয়ে আসে আরেকটি হাতি। ইতিমধ্যেই বিষয়টি বনদফতরেরনজরে আসতেই শাবককে ড্রেন থেকে উদ্ধার করার জন্য রেডি করে হচ্ছিল জেসিপি।
তারপরেই দেখা যায় জঙ্গল থেকে ফিরে আসে আরেকটি বড় হাতি।মা সহ তিনটি হাতি মিলে শুঁড়ের সাহায্যে প্রায় ১০ মিনিটের চেষ্টায় ড্রেন থেকে উদ্ধার করে শাবককে। তারপরেই দলের সঙ্গে শাবকটি চলে যায় জঙ্গলে।জানা গিয়েছে, লালগড় রেঞ্জের ঝিটকার জঙ্গলে প্রায় ৭ দিন ধরে ৭০টি হাতির একটি দল রয়েছে। দলটি দুটো ভাগে ভাগ হয়ে পড়েছে। একটি দলে রয়েছে ২৫টি হাতি আরেকটি দলে রয়েছে বাকি হাতি গুলি। মঙ্গলবার রাত্রি ১১টার সময় ২৫টি হাতি জঙ্গল থেকে বেরিয়ে খাবারের সন্ধানে হানা দেয় নেতাই গ্রামের দিকে। কংসাবতী নদীর তীরে নেতাই, ডাইনটিকরী, কাঞ্চনডাঙ্গা, ভুলাডাঙ্গা, তাঁতিশোল, সিজুয়া সহ বিভিন্ন এলাকায় ব্যাপক পরিমাণে ফুলকপি, বাঁধাকপি ও আলুর চাষ হয়। ফসলের জমিতে সারারাত ধরে ফসল খাবার পরে ভোরের আলো ফুটতেই সকাল বেলায় জঙ্গলে ফিরছিল হাতির দলটি। তখনই রাস্তা পারাপারের সময় ড্রেনে পড়ে যায় শাবকটি।
advertisement
advertisement
লালগড় রেঞ্জের রেঞ্জ অফিসার লক্ষীকান্ত মাহাতো বলেন,” ঝিটকার জঙ্গল থেকে বেরিয়ে ২৫টি হাতির একটি দল নেতাইর দিকে চলে গিয়েছিল। সকালে তারা জঙ্গলের দিকে ফিরছিল। সেই সময় একটি বাচ্চা হাতি রাস্তা পারাপারের সময় রাস্তার পাশে থাকা ড্রেনে পড়ে যায়। মা হাতি চেষ্টা করছিল উদ্ধারের জন্য। কিন্তু পারছিল না। তখন আমরা উদ্ধারের জন্য জেসিবি রেডি করছিলাম। তারপরেই দেখি জঙ্গল থেকে আরওদুটি হাতি এসে বাচ্চাটিকে ড্রেন থেকে সুন্দরভাবে শুঁড়ের সাহায্যে উদ্ধার করে এবং তারা জঙ্গলে চলে যায়। এখন হাতির দলটি কামরাঙ্গীর জঙ্গলে রয়েছে। হাতির গতিবিধির উপর প্রতিনিয়ত নজর রাখা হচ্ছে”।
advertisement
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোররাত পর্যন্ত নেতাই সহ বিস্তীর্ণ এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি করছে হাতির দল সেই প্রসঙ্গে রেঞ্জ অফিসার বলেন,”হাতির হানায় যদি কোনও চাষির ফসলের ক্ষতি হয়ে থাকে তাহলে আমাদের অফিসে আবেদন করলেই ক্ষতিপূরণ পেয়ে যাবে”। ড্রেনে পড়ে যাওয়ার সন্তানকে ফেলে না গিয়ে উদ্ধার করার ঘটনায় নিজের সন্তানের প্রতি ভালবাসা এবং নিজের দলের প্রতি হাতিদের দায়বদ্ধতা দেখে মুগ্ধ লালগড়ের বাসিন্দারা।
advertisement
বুদ্ধদেব বেরা
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2025 4:23 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: মায়েরা এমনই হয়! ড্রেনে পড়ে যাওয়া শাবককে উদ্ধার করল মা হাতি! ভিডিও চমকে দেবে