Travel: হাতিদের কাছ থেকে দেখতে চান, তাদের সঙ্গে রাত কাটাবেন? তাহলে যেতে হবে গরুমারার এই জায়গায়

Last Updated:

Travel: ধুপঝোড়ায় গড়ে উঠছে এলিফ্যান্ট ট্যুরিজম হাব! গরুমারায় গেলে এবার একেবারে অন্য কিছু দেখতে পারবেন! জানুন বিস্তারিত

+
এলিফ্যান্ট

এলিফ্যান্ট হাব

জলপাইগুড়ি: ধুপঝোড়ায় গড়ে উঠছে এলিফ্যান্ট ট্যুরিজম হাব, নতুন রোমাঞ্চের অপেক্ষায় পর্যটকরা! জলপাইগুড়ির গরুমারা অভয়ারণ্যের ধুপঝোড়ায় বনদফতর শুরু করেছে এক নতুন উদ্যোগ—এলিফ্যান্ট ট্যুরিজম হাব। প্রকৃতি ও বন্যপ্রাণীপ্রেমীদের জন্য এটি হতে চলেছে এক অনন্য অভিজ্ঞতা, যেখানে হাতিদের আরও কাছ থেকে দেখা ও জানার সুযোগ মিলবে! গরুমারা ওয়াইল্ডলাইফ ডিভিশনের ডিএফও দ্বিজপ্রতিম সেন ইতিমধ্যেই জানিয়েছেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য পর্যটকদের হাতির জীবনযাত্রা ও আচরণ সম্পর্কে সচেতন করা এবং মানুষের সঙ্গে তাদের সম্পর্ক আরও দৃঢ় করা। “
কী থাকছে নতুন এই ট্যুরিজম হাবে? ধুপঝোড়ার এই প্রকল্পের অন্যতম আকর্ষণ হল পরিবেশবান্ধব সৌর বিদ্যুৎ চালিত কটেজ, যেখানে পর্যটকরা রাত কাটানোর সুযোগ পাবেন। সকালে ঘুম ভাঙবে হাতির ডাক শুনে, আর কটেজের জানালা খুললেই দেখা মিলবে প্রকৃতির রাজকীয় বাসিন্দাদের। এছাড়া থাকছে ‘পিলখানা’, যেখানে পর্যটকরা হাতিদের দৈনন্দিন কার্যকলাপ সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন। বিশেষ আকর্ষণ হিসেবে তৈরি করা হচ্ছে হাতি স্নান দেখার স্থান ও সেলফি পয়েন্ট। মাহুত ও পাতাওয়ালারা হাতিদের জীবনযাপন ও স্বভাব সম্পর্কে বিস্তারিত জানাবেন, যা আট থেকে আশি প্রত্যেককেই শিক্ষামূলক অভিজ্ঞতা দেবে।
advertisement
advertisement
পর্যটন ও স্থানীয় অর্থনীতির উন্নতিতেও এর প্রভাব পড়বে বলেই আশাবাদী বনদফতর। এই নতুন উদ্যোগে খুশি পর্যটক, ব্যবসায়ী ও পশুপ্রেমী সংগঠনগুলো। তারা মনে করছেন, এটি গরুমারা অভয়ারণ্যের জনপ্রিয়তা বাড়ানোর পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।এই উদ্যোগ শুধু পর্যটকদের রোমাঞ্চ দেবে না, বরং বন্যপ্রাণ সংরক্ষণ ও পরিবেশের প্রতি সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই হাতিদের আরও কাছ থেকে দেখতে এবং প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ধুপঝোড়ার নতুন এলিফ্যান্ট ট্যুরিজম হাবে একবার ঘুরে আসতেই হবে!
advertisement
সুরজিৎ দে 
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel: হাতিদের কাছ থেকে দেখতে চান, তাদের সঙ্গে রাত কাটাবেন? তাহলে যেতে হবে গরুমারার এই জায়গায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement