আহত ছাত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে, পরীক্ষার দিন সকালে পড়াশোনা শেষ করে স্নান, খাওয়া-দাওয়া করে রেডি হয় তাবাসুম খাতুম। তার স্কুলের জুতো ছিল ছাদে। ছাদে বসে জুতো পড়তে গিয়ে কোনওভাবে অসাবধানতা বশত ছাদ থেকে পড়ে যায় সে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাড়িতে ও প্রতিবেশীদের মধ্যে। খুব বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেও তার আঘাত যথেষ্ট ছিল। কিন্তু ওই ছাত্রীর মা মাধ্যমিক পরীক্ষা বলে প্রাথমিক চিকিৎসার পর স্কুলে নিয়ে যায়।
advertisement
সমুদ্রগড়ের পারুল ডাঙ্গা স্কুলের ছাত্রী হওয়ায় তার সিট পড়েছিল সমুদ্রগড়েরই চাপাহাটি স্কুলে। আহত পরীক্ষার্থীর মা সাবানা বিবির বক্তব্য,"পরীক্ষা দিতে বেরোনোর আগে ছাদে গিয়েছিল জুতো পড়তে। সেই সময় তার বান্ধবীরা ডাকাডাকি করলে, তাড়াহুড়োতে ছাদ থেকে নিচে জীবনের প্রথম বড় পরীক্ষা হওয়ায় আহত অবস্থাতেই মেয়েকে নিয়ে স্কুলে পৌছে যায় মা। স্কুলে পৌছলেও কর্তৃপক্ষ স্কুলে থাকা আশাকর্মীদের দিয়ে তাকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।